Opu Hasnat

আজ ১১ ডিসেম্বর বুধবার ২০১৯,

পদ্মায় ডুবে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার কুষ্টিয়া

পদ্মায় ডুবে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার

কুষ্টিয়ার দৌলতপুরে নিখোঁজের এক দিন পরে শাকিল আহম্মেদ (১৫) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করে ডুবুরি দল। শাকিল একজন নির্মাণ শ্রমিক ছিলো। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নের আলীনগর এলাকায় পদ্মা নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। শাকিল রামকৃষ্ণপুর ইউনিয়নের সৌদি ঠাকুরপাড়া গ্রামের ওয়াহেদ ফকিরের ছেলে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান নিরাজ মন্ডল জানান, সোমবার (২৩ সেপ্টেম্বর) সকালে নদী পারাপারের সময় রামকৃষ্ণপুর ইউনিয়নের ভাগজোত বাজারের নীচে ডুঙ্গা নৌকা যোগে পদ্মা নদী পার হওয়ার সময় ডুঙ্গা নৌকা ডুবে যায়। নৌকায় থাকা নির্মান শ্রমিক দুই সহোদর মফি (৩২) ও মহসিন (৩৫) ডুবে গেলে স্থানীয়রা তাদের উদ্ধার করে স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে চিকিৎসা দেয়। কিন্তু নৌকায় থাকা শাকিল পানিতে ডুবে নিখোঁজ হয়।

দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম আরিফুর রহমান জানান, মঙ্গলবার দুপুরে আলী নগর এলাকায় পদ্মার নদীতে মাছ ধরার সময় নিখোঁজ থাকা শাকিলের মরদেহ জেলেদের জালে বাঁধলে ডুবুরী দল গিয়ে তা উদ্ধার করে।