Opu Hasnat

আজ ২ জুন মঙ্গলবার ২০২০,

দুর্গাপুজা উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক সভায় পুলিশ সুপার

ঝিনাইদহ জেলায় ৪’শ ৩৫ টি মন্ডপে পূজা উদযাপন ঝিনাইদহ

ঝিনাইদহ জেলায় ৪’শ ৩৫ টি মন্ডপে পূজা উদযাপন

আসন্ন শারদীয় দুর্গাপুজা উপলক্ষে ঝিনাইদহে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে জেলা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করে জেলা পুলিশ। এসময় পুলিশ সুপার মো: হাসানুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (কোটচাঁদপুর সার্কেল) মোহাম্মদ আতিকুল হক, সিনিয়র সহকারী পুলিশ সুপার (শৈলকুপা সার্কেল) আরিফুল ইসলাম, সদর থানার ওসি মঈন উদ্দিন, সিনিয়র সাংবাদিক বিমল সাহা, মিজানুর রহমানসহ জেলার ৬ উপজেলার পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। 

পুলিশ সুপার জানান, এ বছর জেলার ৬ টি উপজেলায় মোট ৪’শ ৩৫ টি মন্ডপে শারদীয় দুর্গাপুজা অনুষ্ঠিত হবে। মন্ডপগুলোতে পুলিশ, আনসারসহ ৩ হাজার ৯’শ ৯৫ জন আইনশৃঙ্খলা বাহিনী নিয়োজিত থাকবে। জেলায় কোথাও কোন অপ্রীতিকর পরিস্থিতি ঘটতে দেওয়া হবে না। কোনপ্রকার অপ্রীতিকর পরিস্থিতি ঘটলে জেলা পুলিশ তা কঠোর হস্তে দমন করবে। কোন সমস্যা হলে পুলিশকে তাৎক্ষনিক অবগত করার পরামর্শ প্রদান করেন পুলিশ সুপার।