Opu Hasnat

আজ ১৯ এপ্রিল শুক্রবার ২০২৪,

ছাতকে দূর্গা পূজার প্রতিমা তৈরীতে ব্যস্ত প্রতিমা শিল্পীরা সুনামগঞ্জ

ছাতকে দূর্গা পূজার প্রতিমা তৈরীতে ব্যস্ত প্রতিমা শিল্পীরা

সুনামগঞ্জের ছাতক উপজেলা জুড়ে ৩৬টি মন্ডপে চলছে দূর্গা পূজার প্রস্তুতিমুলক কাজ। ৩৫টি সার্বজনিন ও উপজেলার জাউয়া বাজার ইউনিয়নের ১টিতে হবে ব্যক্তিগত পূজা উৎসব। সনাতন ধর্মালম্বীরা সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন অটুট রাখতে এবং আনন্দ দুঃখ বেদনা ভাগাভাগি করতে আগামী ৫ অক্টোবর দুর্গতিনাশিনী দূর্গার আগমনের মাধ্যমে শুরু হবে শারদীয় দূর্গোৎসব। তাই শিল্পীরা প্রতিমা নির্মানে ব্যস্ত সময় পার করছেন। ফলে উপজেলা জুড়ে চলেছে এখন দূর্গাপূজার ব্যাপক প্রস্তুতি। প্রতিমা গুলিতে রংতুলির কাজ শুরু হবে রোববার থেকে। 

দুর্গা পূজা নিয়ে কোথাও কোন অপ্রীতিকর ঘটনা না ঘটলেও গত বৃহস্পবিার ভোর রাতে শহরের মন্ডলীভোগস্থ চৈতন্য সংঘের মন্ডপে প্রতিমা ভাংচুরের খবর পাওয়া গেলেও তেমন কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। স্থানীয়দের ধারণা ভোর রাতে হয়তো দুর্বৃত্তরা ভেঙ্গেছে না হয় মানষিক প্রতিবন্ধী কেহ এ ঘটনা ঘটাতে পারে। এ ঘটনায় স্থানীয় নিরাপত্তা বাহিনী তৎপর রয়েছে। 

মন্ডলীভোগ মহল্লার বিশ্বজিৎ ঘোষের বাড়িতে গিয়ে দেখা গেছে প্রতিমা নির্মানে ব্যস্ত রয়েছেন শিল্পী বলরাম পাল, কৃষ্ণ দাস, কাজল কুমার পাল, পলাশ পাল সহ অনেকেই। তারা মাটি খড় বাশঁ কাঠ ও লোহা দিয়ে ১৪টি মুর্তি নির্মান করেছেন। শিল্পীরা দূর্গাপূজা ছাড়াও লক্ষী পূজা, কালী পূজায় প্রতিমা নির্মান করে থাকেন। 

চৈতন্য সংঘের সহ প্রচার সম্পাদক বিশ্বজিৎ ঘোষ জানান, পৌর এলাকায় এ বছর ১২টি পূজা উদযাপন হবে। বাংলাদেশ পূজা উদডাপন পরিষদের পৌর শাখার সাংগঠনিক সম্পাদন শিক্ষক প্রনব দাস মিঠু জানান, সাম্প্রদায়িক সম্প্রতি বজায় রেখে সকলের কল্যাণ কামনায় প্রতিটি মন্ডপে সুষ্ঠ ভাবে পূজা উদযাপন হবে। বাংলাদেশ হিন্দু বৌদ্য, খ্রিষ্টান ঐক্য পরিষদের উপজেলা শাখার সভাপতি হরিদাস রায় জানান, প্রতিটি পূজা মন্ডপে নিরাপদ ভাবে অতীত ঐতিয্য বজায় রেখে পূজায় সকলের অংশ গ্রহণ আশা করছি। 

এই বিভাগের অন্যান্য খবর