Opu Hasnat

আজ ২৮ মার্চ বৃহস্পতিবার ২০২৪,

ফরিদপুরে ডেঙ্গু জ্বরে আরো একজনের মৃত্যু ফরিদপুর

ফরিদপুরে ডেঙ্গু জ্বরে আরো একজনের মৃত্যু

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মাগুরা জেলার শেফালী বেগম (৭০) নামের আরো একজনের মৃত্যু হয়েছে। এনিয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে এ পর্যন্ত শিশুসহ ৯জন ডেঙ্গু রোগির মৃত্যু হলো। শুক্রবার রাতে তিনি মারা যান। তার বাড়ী মাগুরা জেলায়। সে গত শুক্রবার দুপুরের দিকে ভর্তি হন মাগুরা থেকে এসে।  
 
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. কামদা প্রসাদ সাহা জানান, মাগুরা সদর হাসপাতাল থেকে রের্ফাড হয়ে গত শুক্রবার দুপুরে আশংকাজনক অবস্থায় শেফালী বেগম ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় রাতেই তার মৃত্যু হয়। 

এদিকে সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, গত ২৪ ঘন্টায় ফরিদপুরের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন ভর্তি হয়েছেন ২৩ জন। বর্তমানে জেলার হাসপাতল গুলোতে মোট চিকিৎসা নিচ্ছেন ২১৫ জন। গত ২০ জুলাই থেকে এ পর্যন্ত ২৬৩২ জন চিকিৎসা নিয়েছেন। এরমধ্যে ছুটি নিয়ে বাড়িতে ফিরে গেছেন ১৯৮৫জন রোগি। আর ঢাকায় রের্ফাড করা হয়েছে ৪২৩জনকে। জেলার সরকারী হিসেবে এ পর্যন্ত শিশুসহ ০৯ জনের ডেঙ্গু জ্বর নিয়ে মৃত্যুর ঘটনা ঘটলো।