Opu Hasnat

আজ ২৭ মে বুধবার ২০২০,

শৈলকুপায় সীমানা পিলারসহ ২ জন গ্রেফতার ঝিনাইদহ

শৈলকুপায় সীমানা পিলারসহ ২ জন গ্রেফতার

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বাগুটিয়া গ্রাম থেকে সীমানা পিলারসহ ২ জনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।

শুক্রবার সকালে ঝিনাইদহ পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিং এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার মিলু মিয়া বিশ্বাস। গ্রেফতারকৃতরা হলো-কুষ্টিয়ার কুমারখালী উপজেলার বানিয়াঘড়ি গ্রামের আব্দুস সাত্তার মিয়ার ছেলে শাহীন আলম বাকের (৪৮) ও ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বাগুটিয়া গ্রামের শাহাদত হোসেন বিশ্বাসের ছেলে আব্দুর রাজ্জাক (৪০)।

মিলু মিয়া বিশ্বাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেলে শৈলকুপার বাগুটিয়া গ্রামে অভিযান চালায় গোয়েন্দা পুলিশের একটি দল। এসময় সীমানা পিলারসহ কুষ্টিয়ার কুমারখালী এলাকার শাহীন আলম ও ঝিনাইদহের শৈলকুপার বাগুটিয়া এলাকার আব্দুর রাজ্জাককে আটক করা হয়। এ ঘটনায় শৈলকুপা থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে।

এ সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার ছাড়াও সদর সার্কেল ও অতিরিক্ত পুলিশ সুপার কনক কুমার দাস, শৈলকুপা সার্কেলের সহকারী পুলিশ সুপার আরিফুল ইসলাম ও ডিবি ওসি আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন।