Opu Hasnat

আজ ২ জুন মঙ্গলবার ২০২০,

কালীগঞ্জে পানিতে ডুবে শিশু নিহত নারী ও শিশুঝিনাইদহ

কালীগঞ্জে পানিতে ডুবে শিশু নিহত

ঝিনাইদহের কালীগঞ্জে পানিতে ডুবে লিমন (৪) নামের এক শিশু মারা গেছে। লিমন কালীগঞ্জ পৌরসভাধীন আড়পাড়ার দরগাপাড়ার ইজিবাইক চালক লিটু হোসেনের ছেলে। শুক্রবার দুপুর ২টার দিকে শোয়াইবনগর কামিল মাদরাসার পুকুরে ডুবে সে মারা যায়।

নিহতের মা-বাবা দুপুরে শিশু লিমনকে বাড়িতে না পেয়ে খুঁজতে থাকে। এক পর্যায়ে বাড়ির পাশে প্রায় ৫০০ ফুট দুরে শোয়াইবনগর কামিল মাদরাসার পুকুরের পানিতে পড়ে থাকতে দেখে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শম্পা মোদক তাকে মৃত ঘোষনা করে।