Opu Hasnat

আজ ২০ এপ্রিল শনিবার ২০২৪,

জটিল রোগে আক্রান্ত দুই সহোদরের চিকিৎসার জন্য সাহায্যের আবেদন খুলনা

জটিল রোগে আক্রান্ত দুই সহোদরের চিকিৎসার জন্য সাহায্যের আবেদন

ইব্রাহিম খলিল উল্লাহ (১৬) ও আবু হুরায়রা (৮) হতভাগ্য দুই সহোদর। খুলনার কয়রা উপজেলার বাগালী ইউনিয়নের কুশোডাঙ্গা গ্রামে জন্ম। পিতা হতদরিদ্র আবু মুছা গাজী, মাতা লাভলী আক্তার। ভাগ্যের নির্মম পরিহাস ইব্রাহিম ও হুরায়রা দুই ভাইয়ের জন্ম হত দরিদ্র পরিবারে। আবার দু’জনই জটিল রোগে আক্রান্ত। ইব্রাহিম মাদরাসায় দশম শ্রেণীতে পড়া অবস্থায় গত বছর রমজান মাসে একটি গরু তার পায়ে আঘাত করে। পরে তার বাম পা-টি কেটে ফেলতে হয়। ডান পা ব্যবহার করে কোন রকমে চলবে সেই উপায়ও নাই ইব্রাহিমের। বাম পা-টি কেটে ফেলার পর ডান পা-টি ফুলে অকেজো হয়ে পড়েছে। এছাড়াও অজ্ঞাত জটিল রোগে আক্রান্ত হয়ে তার শরীর চিকন হয়ে গেছে। অনুরূপভাবে ইব্রাহিমের ছোট ভাই আবু হুরায়রা জন্মের এক বছর পর থেকে লিভারের সমস্যায় ভুগছে। রক্ত শূন্যতায় তার শরীর চিকন হয়ে গেছে। প্রতি মাসে রক্ত দিয়ে তাকে বাঁচিয়ে রাখা হয়েছে। চিকিৎসকরা ইব্রাহিমকে উন্নত চিকিৎসা এবং হুরায়রাকে অপারেশন করার জন্য বিদেশে যাওয়ার পরামর্শ দিয়েছেন। তাদের দুই ভাইয়ের চিকিৎসার জন্য কয়েক লাখ টাকার প্রয়োজন। যা তার দরিদ্র পিতা-মাতার পক্ষে জোগাড় করা সম্ভব নয়। বর্তমানে ইব্রাহিম ও হুরায়রাকে নিয়ে মানবেতর জীবন যাপন করছে দরিদ্র পরিবারটি। এ অবস্থায় দুই ছেলের চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ দেশ-বিদেশের স্বহৃদয়বান ব্যক্তিদের সাহায্যের আবেদন জানিয়েছে হতদরিদ্র পিতা-মাতা। 

সাহায্য পাঠানোর ঠিকানা- মোছাঃ আম্বিয়া বেগম, সঞ্চয়ী হিসাব নং- ০২০০০১৪০৫৩২২০, অগ্রণী ব্যাংক জায়গাীরমহল শাখা, কয়রা, খুলনা। বিকাশ নং- ০১৯৩১-৯৫৯৩২৮।