Opu Hasnat

আজ ৭ এপ্রিল মঙ্গলবার ২০২০,

রাজশাহীর চারঘাট থেকে চারটি গলিত লাশ উদ্ধার রাজশাহী

রাজশাহীর চারঘাট থেকে চারটি গলিত লাশ উদ্ধার

রাজশাহীর চারঘাট উপজেলার বড়াল নদীর স্লুইচগেটের নিচ থেকে চারটি গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা। 

ঘটনাস্থলে উপস্থিত পুলিশ ও ফায়ার সার্ভিস সুত্র জানায়, রাজশাহীর চারঘাট উপজেলার বড়াল নদীতে নারীসহ ৪ জনের লাশ পাওয়া গেছে। এদের মধ্যে দুইটি লাশ পুরুষের এবং দুইটি লাশ নারীর। তবে পচে যাওয়ায় ঠিক মতো চেনা যাচ্ছে না। কারো নাম-পরিচয় জানা যায়নি। যাচাই বাছাই করে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে বলে জানান তারা।

শুক্রবার ভোরে উপজেলার স্লুইসগেটে লাশগুলো দেখতে পান স্থানীয়রা। স্রোতে একটি লাশ স্লুইসগেটের ভেতরে ঢুকে গেছে। বাকি তিনটি লাশ কচুরিপানার সঙ্গে আটকে আছে। স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেয়ার পর তারা ঘটনাস্থলে পৌঁছে লাশগুলো উদ্ধার করেন।

চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমিত কুমার কুণ্ডু বলেন, লোকমুখে সংবাদ পাওয়ার পর ফায়ার সার্ভিসকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। নিহতদের পরিচয় এখনো জানা যায়নি।

রাজশাহীর পুলিশ সুপার মো. শহিদুল্লাহ জানান, চারঘাট স্লুইচ গেটে চারটি গলিত মরদেহ ভেসে এসেছে। পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে মরদেহগুলো উদ্ধার করেছে। মরদেহগুলো গলে যাওয়ায় তাদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। এজন্য মরদেহগুলোর ময়নাতদন্ত এবং ডিএনএ সংগ্রহ করা হবে।

এই বিভাগের অন্যান্য খবর