Opu Hasnat

আজ ২৬ এপ্রিল শুক্রবার ২০২৪,

ইউএনও’র প্রস্তাবিত এলাকা পরিদর্শন

অবশেষে পাইকগাছায় নির্মিত হতে যাচ্ছে শেখ রাসেল মিনি স্টেডিয়াম খুলনা

অবশেষে পাইকগাছায় নির্মিত হতে যাচ্ছে শেখ রাসেল মিনি স্টেডিয়াম

অবশেষে পাইকগাছায় নির্মিত হতে যাচ্ছে শেখ রাসেল মিনি স্টেডিয়াম। স্টেডিয়ামটি নির্মিত হলে সুন্দর পরিবেশে বিভিন্ন টুর্নামেন্টের আয়োজন সহ অত্র এলাকার খেলাধুলার মান বাড়বে বলে ধারণা করছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। 

প্রস্তাবিত স্টেডিয়ামের নির্ধারিত জায়গা পরিদর্শন করেছেন ইউএনও জুলিয়া সুকায়না। তিনি বৃহস্পতিবার বিকালে গদাইপুর ইউনিয়নের বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) সংলগ্ন প্রস্তাবিত এলাকা পরিদর্শন করেন। 

এ সময় তিনি বলেন, অত্র এলাকায় খেলাধুলার অনেক সম্ভাবনা থাকা স্বত্ত্বেও কোন স্টেডিয়াম না থাকায় খেলাধুলার মান বাড়ছে না এবং আশানুরূপ খেলোয়াড় তৈরী হচ্ছে না। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতায় ৩ একর জায়গার উপর প্রস্তাবিত শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মিত হলে এলাকায় মান বৃদ্ধিসহ খেলাধুলা কয়েকগুন বৃদ্ধি পাবে। তৈরী হবে জাতীয় ও আন্তর্জাতিক মানের বিভিন্ন খেলোয়াড়। 

পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বিএডিসি’র সিনিয়র সহকারী পরিচালক কামাল উদ্দীন মোল্লা, ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান শেখ জাকির হোসেন লিটন, সার্ভেয়ার সাকিরুল ইসলাম ও পাইকগাছা প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ।