Opu Hasnat

আজ ২৮ মার্চ বৃহস্পতিবার ২০২৪,

দুর্গাপুরে গ্রেডের দাবীতে প্রাথমিক শিক্ষকদের মানববন্ধন নেত্রকোনা

দুর্গাপুরে গ্রেডের দাবীতে প্রাথমিক শিক্ষকদের মানববন্ধন

জেলার দুর্গাপুরে জাতীয় ১১ ও ১০ম গ্রেডে বেতন ভাতার দাবিতে মানববন্ধন করেছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদ চত্তরে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. শাহিন বেগ এর সঞ্চালনায় শিক্ষকদের নানা দাবী নিয়ে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক বজলুল কাদের, এমদাদ হোসেন চৌধুরী, শামছুন্নাগার বেগম, শিক্ষক সমিতির সভাপতি মো. রফিকুল ইসলাম প্রমুখ। 

শিক্ষক নেতারা বলেন, সরকারের নির্বাচনী ইশতেহারে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রাথমিক শিক্ষকদের বেতন বৈষম্য নিরসনের প্রতিশ্রুতি দেন, এরই ধারাবাহিকতা বাস্তবায়নে আমরা আন্দোলনে নেমেছি। সরকারের সকল মাঠ পর্যায়ের কাজে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষদের শ্রম ব্যবহার করা হয়। আমাদের দাবী অচিরেই না মানা হলে কেন্দ্রীয় কর্মসুচী মোতাবেক কঠোর আন্দোলনে যাবো।