Opu Hasnat

আজ ২৬ অক্টোবর সোমবার ২০২০,

ব্রেকিং নিউজ

ফরিদপুরে গত ২৪ ঘন্টায় নতুন ৪৩ ডেঙ্গু রোগি ভর্তি স্বাস্থ্যসেবাফরিদপুর

ফরিদপুরে গত ২৪ ঘন্টায় নতুন ৪৩ ডেঙ্গু রোগি ভর্তি

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালসহ জেলার অন্যসব হাসপাতালে গত ২০ জুলাই থেকে প্রচুর ডেঙ্গু রোগি ভর্তি হতে থাকে। হাসপাতালগুলোতে বর্তমানে ভর্তি রয়েছে ১৯৮জন রোগি। গত ২৪ ঘন্টায় নতুন ৪৩ জন ডেঙ্গু রোগি ভর্তি হয়েছে।  আর এ পর্যন্ত মারা গেছে শিশু সহ ০৮ জন রোগি।

ফরিদপুরের সিভিল সার্জন ডা. মোহাঃ এনামুল হক জানান, গত ২০ জুলাই থেকে এ পর্যন্ত ফরিদপুরে ডেঙ্গু আক্রান্ত মোট ২৫৮১ জন ভর্তি হয়েছিলেন। এরমধ্যে গত ২৪ ঘন্টায় নতুন ভর্তি হয়েছে ৪৩ জন ডেঙ্গু রোগি। বর্তমানে ভর্তি আছেন ১৯৮জন। এছাড়া ১৯৬২ জন রোগি চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন, ৪১৩ জনকে ঢাকায় রের্ফাড করা হয়েছে। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সরকারী হিসেবে শিশুসহ এ পর্যন্ত ০৮ জন ডেঙ্গু রোগির মৃত্যু ঘটনা ঘটেছে।

এই বিভাগের অন্যান্য খবর