Opu Hasnat

আজ ১৬ অক্টোবর বুধবার ২০১৯,

ভিসির পদত্যাগের দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ গোপালগঞ্জক্যাম্পাস

ভিসির পদত্যাগের দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোপালগঞ্জ শেখ মজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইচ-চ্যান্সেলর প্রফেসর ড. খন্দকার নাসির উদ্দিনের পদত্যাগের দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় ভিসির পদত্যাগের দাবীতে স্বাধীনতা দিবস হলের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়, মিছিল ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে ক্যাম্পাসের গোল চত্তরে গিয়ে শেষ হয়। এরপর সেখানে বিভিন্ন শ্লোগান দিয়ে ভিসির পদত্যাগ দাবী করেন শিক্ষার্থীরা। এর আগে মঙ্গলবার বিকালে শিক্ষার্থীরা ১৪ দফা দাবী জানিয়ে আন্দোলনের ঘোষনা দেন। এরপর বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের দাবী মেনে নেওয়ার পর শুরু বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. খন্দকার নাসির উদ্দিনের পদত্যাগের দাবীতে আন্দোলন।

এই বিভাগের অন্যান্য খবর