Opu Hasnat

আজ ১৯ মার্চ মঙ্গলবার ২০২৪,

ছাতকে কৃষি প্রযুক্তি ও ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন কৃষি সংবাদসুনামগঞ্জ

ছাতকে কৃষি প্রযুক্তি ও ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন

সুনামগঞ্জের ছাতকে কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উদ্যোগে পরিকল্পিত ফল চাষ যোগাবে পুষ্টিসম্মত খাবার এ প্রতিপাদ্যকে সামনে রেখে ৬দিন ব্যাপি উপজেলা পরিষদ প্রাঙ্গনে শুরু হয়েছে কৃষি প্রযুক্তি ও ফলদ বৃক্ষ মেলা। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ছাতক দোয়ারার সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম কবিরের সভাপতিত্বে ও উপজেলা কৃষি কর্মকর্তা তৌফিক হোসেন খানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান, ভাইস চেয়ারম্যান আবু শাহাদাত লাহিন, মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম, আওয়ামীলীগ নেতা সৈয়দ আহমদ, চাঁন মিয়া চৌধুরী, মোশাহিদ আলী, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সেক্রেটারী সাংবাদিক সাকির আমীন, যুবলীগ নেতা ইশতিয়াক আহমদ তানভির, আবু হানীফা সায়মন, উপজেলা পরিষদের সিএ জিতেন বর্মন প্রমূখ। 

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মুহিবুর রহমান মানিক বলেছেন বৃক্ষ আমাদের প্রাণ বাচাঁয় বঙ্গবন্ধুর কন্যা প্রধান মন্ত্রী শেখ হাসিনা বলেছেন একটি গাছ কাটলে ৫টি গাছ লাগিয়ে তার অভাব পূরন করতে হবে তাই আসুন আমরা পরিবেশ রক্ষায় ও আগামী প্রজন্মকে বাচিয়ে রাখতে বৃক্ষ রুপনে এগিয়ে আসি।