Opu Hasnat

আজ ১৯ মার্চ মঙ্গলবার ২০২৪,

এবার ক্লাস অনলাইনে : শিক্ষানগরী সৈয়দপুরের অন্যরকম উদ্যোগ নীলফামারী

এবার ক্লাস অনলাইনে : শিক্ষানগরী সৈয়দপুরের অন্যরকম উদ্যোগ

নীলফামারীর সৈয়দপুর উপজেলার আলোচিত ফেসবুক গ্রুপ ‘শিক্ষানগরী সৈয়দপুর’ এবার শিক্ষার্থীদের জন্য অনলাইন ক্লাস চালু করেছে। ২৩ হাজার সদস্যের এই ফেসবুক গ্রুপে নিয়মিত ভিডিও আকারে ইংরেজি ক্লাস নেওয়া হয়। ইংলিশ ক্লাবের সৌজন্যে টপিক ভিত্তিক বিভিন্ন আলোচনার মাধ্যমে শিক্ষার্থীদের ইংরেজি ভীতি কাটিয়ে উঠতে জনপ্রিয় এই ফেসবুক গ্রুপটি সহায়ক ভূমিকা রাখছে। সহজেই ইংরেজি শেখার বিভিন্ন কৌশল সম্পর্কে ধারনা দিচ্ছে। 

অনলাইনের সবগুলো ক্লাস নিয়ে থাকেন ইংলিশ ক্লাবের প্রধান মোহাম্মদ ইশান। তার এই ক্লাসগুলো শুধু জেএসসি, এসএসসি অথবা এইচএসসি শিক্ষার্থীদের জন্য নয়, বরং সকল স্তরের শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য। এরইমধ্যে তিনি একাধিক ক্লাস নিয়েছেন। অনলাইনে শিক্ষার্থীদের কাছ থেকে বেশ সাড়া পেয়েছেন। আগামীতেও এই ধারা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করে মোহাম্মদ ইশান জানান, ‘ক্লাসরুমে একটা ক্লাসে সর্বোচ্চ যেখানে ৫০ জনকে পাঠদান করানো সম্ভব, সেখানে অনলাইন ক্লাসের মাধ্যমে কয়েক শতাধিক শিক্ষার্থীর মাঝে পাঠদান করানো সম্ভব হয়। আবার কারো কোন কিছু বুঝতে সমস্যা হলে ভিডিওর কমেন্ট বক্সে সমাধান দেওয়া হয়।’

সৈয়দপুর সরকারি কারিগরি কলেজের দ্বাদশ শ্রেনীর শিক্ষার্থী খন্দকার আবিদা সুলতানা জানান, ‘আমরা প্রতি সপ্তাহে শিক্ষানগরী সৈয়দপুরের অনলাইন ক্লাসের জন্য অপেক্ষা করি। এই ক্লাসের মাধ্যমে আমরা শিক্ষার্থীরা অনেক উপকৃত হচ্ছি।’ 

সৈয়দপুর আদর্শ মহিলা কলেজের সহকারী অধ্যাপক শিউলি বেগম শিক্ষানগরী সৈয়দপুরের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, ‘যুগের সাথে তাল মিলিয়ে শিক্ষানগরী সৈয়দপুরের সদস্যরা শিক্ষার্থীদের জন্য যে অনলাইন ক্লাস চালু করেছে তা সত্যিই প্রশংসা পাওয়ার যোগ্য। আমি আমার শিক্ষার্থীদেরকেও তাদের এই অনলাইন ক্লাস করতে বলেছি। আশাকরি তারা এই ধারাবাহিতা বজায় রাখবে। ভবিষ্যতে ইংরেজির পাশাপাশি অন্যান্য ক্লাসগুলোও অনলাইনের আওতায় আনার চেষ্টা করবে।’

ফেসবুক ভিত্তিক গ্রুপ ও স্বেচ্ছাসেবী সংগঠন শিক্ষানগরী সৈয়দপুরের প্রতিষ্ঠাতা খুরশিদ জামান কাকন জানান, ‘আমরা অনেকেই অযথা অনলাইনে সারাদিন সময় নষ্ট করি। কিন্তু এই সময়গুলোকে যদি আমরা ভালো ও শিক্ষণীয় কাজে ব্যয় করি তাহলে একদিকে যেমন আমাদের মেধার বিকাশ হবে, তেমনি অন্যদিকে ইন্টারনেটের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত হবে। মূলত এই ভাবনা থেকেই ইংলিশ ক্লাবের সৌজন্যে আমাদের অনলাইন ক্লাস চালু করা। আগামীতে অন্যান্য বিষয়ের উপরেও আমাদের অনলাইন ক্লাস চালু করার চেষ্টা থাকবে।’

উল্লেখ্য, শিক্ষা ও জনসচেতনতার লক্ষ্যে ২০১৫ সালে যাত্রা শুরু করা শিক্ষানগরী সৈয়দপুর গ্রুপটি অনলাইনের পাশাপাশি নীলফামারীর সৈয়দপুরে বিভিন্ন ধরণের সহশিক্ষা কার্যক্রমের উদ্দ্যোগ গ্রহণ করে আসছে। এরমধ্যে সাধারণ জ্ঞান, চিত্রাঙ্কন, মেধা অন্বেষণ ও গল্প লেখার প্রতিযোগিতা অন্যতম।