Opu Hasnat

আজ ২২ অক্টোবর মঙ্গলবার ২০১৯,

শার্শায় কুয়ার পানিতে ডুবে শিশুর মৃত্যু নারী ও শিশুযশোর

শার্শায় কুয়ার পানিতে ডুবে শিশুর মৃত্যু

যশোরের শার্শার চটকাপোতায় পানিতে ডুবে আহাদ আলী নামে ২ বছর বয়সের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬ টার সময় বাড়ীর পাশে কুয়াই পড়ে শিশুটির মৃত্যু হয়। সে শার্শা উপজেলার চটকাপোতা গ্রামের আক্তার আলীর ছেলে। 

স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার পরে শিশুটি তার মায়ের সাথে বাড়ির সামনে ঘোরাঘুরি করার সময় উঠানের পাশে কুয়ায় পড়ে যায়। পরে শিশুটির মা তাকে দেখতে না পেয়ে খুঁজতে থাকে। খোঁজাখুজির এক পর্যায়ে পাশের কুয়ায় শিশুটিকে ভাসতে দেখে গ্রামবাসীর সহযোগীতায় তুলে আনা হয়। পরে চিকিৎসার জন্য শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করে। শিশু আহাদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এ ব্যাপারে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার নজরুল ইসলাম বলেন, শিশুটি হাসপাতালে নিয়ে আসার পূর্বেই মারা গেছে।