Opu Hasnat

আজ ১৯ মার্চ মঙ্গলবার ২০২৪,

গোয়ালন্দে নির্বাচন পরবর্তী সহিংসতা চেষ্টায় ৩ জনের কারাদন্ড রাজবাড়ী

গোয়ালন্দে নির্বাচন পরবর্তী সহিংসতা চেষ্টায় ৩ জনের কারাদন্ড

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের গত সোমবার সমাপ্ত ইউপি নির্বাচন পরবর্তী অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চেষ্টাকালে ৩ জনকে আটক করে ভ্রাম্যমান আদালত। বুধবার দুপুরে তাদের প্রত্যেককে ৭ দিনের কারাদন্ডের আদেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন।

দন্ডপ্রাপ্তরা হলো, দৌলতদিয়া ইউনিয়নের সাহাজদ্দিন বেপারীর পাড়া গ্রামের আক্কাছ আলীর ছেলে রনি শেখ (১৯), সোহরাব মন্ডলের পাড়া গ্রামের মোসলেম শেখের ছেলে হামজা শেখ (২০) ও নুরু চেয়ারম্যানের পাড়া গ্রামের হারুন শেখের ছেলে রবিন শেখ (২৫)।

ভ্রাম্যমান আদালত সূত্র জানায়, নির্বাচন পরবর্তী সহিংস পরিস্থিতি নিয়ন্ত্রণে দৌলতদিয়া ইউনিয়নের বিভিন্ন স্থানে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভুমি) আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়। এসময় দৌলতদিয়া যৌনপল্লী এলাকা থেকে ওই ৩জনকে আটক করে প্রত্যেককে ৭ দিনের কারাদন্ডের আদেশ দিয়ে জেল হাজতে প্রেরন করা হয়।