Opu Hasnat

আজ ১৯ মার্চ মঙ্গলবার ২০২৪,

রাজবাড়ীতে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদন্ড রাজবাড়ী

রাজবাড়ীতে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদন্ড

রাজবাড়ীতে স্ত্রীকে হত্যার দায়ে স্বামী রাকিবুল হাসানকে যাবজ্জীবন কারাদন্ড ও পঞ্চাশ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ছয়মাসের সশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। বুধবার দুপুরে রাজবাড়ীর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক  নিলুফার সুলতানা এই রায় দেন। দন্ডাদেশ পাওয়া রাকিবুল হাসান কালুখালী উপজেলার গোয়াল পাড়া এলাকার মজিদ শেখের ছেলে।

মামলা সুত্রে জানাযায়, ২০১৪ সালের ১৩ নভেম্বর রাতে কালুখালী উপজেলার গোয়াল পাড়া এলাকার মজিদ শেখের ছেলে রাকিবুল তার প্রথম স্ত্রীর পরামর্শে দ্বিতীয় স্ত্রী আছমা খাতুনকে স্বাশরোধে হত্যার পর বাড়ির পাশের একটি বাশ বাগানে ঝুলিয়ে রাখে। পরদিন ঝুলন্ত অবস্থায় আছমার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের বাবা আজাহার আলী মন্ডল কালুখালী থানায় বাদী হয়ে মামলা দায়ের করেন।

রাজবাড়ী জেলা জজ আদালতের সরকারি কৌঁসুলী (পিপি) এ্যাডভোকেট উজির আলী শেখ বলেন, উভয়পক্ষের সাক্ষী ও যুক্তি উপস্থাপনের পর আদালত এই রায় দিয়েছেন। এসময় মামলা আসামী আদালতে উপস্থিত ছিলেন। রায় ঘোষনার পর তাকে কারাগারে পাঠানো হয়েছে।