Opu Hasnat

আজ ১৯ মার্চ মঙ্গলবার ২০২৪,

চট্টগ্রামে পরিবেশ দূষণে দুই কারখানাকে ২৫ লাখ টাকা জরিমানা চট্টগ্রাম

চট্টগ্রামে পরিবেশ দূষণে দুই কারখানাকে ২৫ লাখ টাকা জরিমানা

দুটি কারখানার একটিতেও তরল বর্জ্য শোধনাগার নেই, নেই পরিবেশ ছাড়পত্রও। এমনকি ল্যাব প্রতিবেদনে কারখানা দুটি যে বায়ু দূষণ করছে, সেটিরও প্রমাণ পেয়েছে পরিবেশ অধিদফতর। তাই চট্টগ্রামের সীতাকুন্ডে শীতলপুর অটো স্টিল মিলস লিমিটেডকে ২৫ লাখ ও ইনফিনিয়া নিটিং অ্যান্ড ডাইং মিল লিমিটেডকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। প্রতিষ্ঠানটির দুটির প্রতিনিধিদের উপস্থিতিতে পরিবেশ অধিদফতরের কার্যালয়ে শুনানির পর এই জরিমানা ধার্য করা হয়। জরিমানার আদেশ দেন চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মোহাম্মদ মোয়াজ্জেম হোসাইন।

মোহাম্মদ মোয়াজ্জেম হোসাইন বলেন, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে ওই দুটি কারখানার বিষয়ে তদন্তে নেমে পরিবেশ দূষণের প্রমাণ পেয়েছি। দুই কারখানার পরিবেশ ছাড়পত্র নেই। শীতলপুর অটো স্টিল মিলস লিমিটেড পুরোনো পদ্ধতিতে কারখানা পরিচালনা করছিল। এছাড়া ইনফিনিয়া নিটিং অ্যান্ড ডাইং মিল লিমিটেডের বিভিন্ন ক্ষতিকর তরল বর্জ্য সিওডি এবং বিওডি বেশি।