Opu Hasnat

আজ ১৯ মার্চ মঙ্গলবার ২০২৪,

সৈয়দপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ নীলফামারী

সৈয়দপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ

সৈয়দা রুখসানা জামান শানু, নীলফামারী : নীলফামারীর সৈয়দপুরে মঙ্গলবার সড়ক ও জনপথ বিভাগের পরিত্যক্ত জায়গায় গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন সড়ক ও জনপথ বিভাগের ঢাকা জোনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও এস্টেট ও আইন কর্মকর্তা (যুগ্ন সচিব) মো. মাহবুবুবর রহমান ফারুকী। ওয়েস্টার্ন বাংলাদেশ ব্রীজ ইমপ্রুভমেন্ট প্রজেক্ট (রংপুর অংশের) ঢাকা (মিরপুর)-রংপুর-সৈয়দপুর এন-৫ জাতীয় মহাসড়কে সড়ক ও জনপথ অধিদপ্তরের জায়গায় খড়খড়িয়া ব্রীজ এপ্রোচ (রাবেয়া মোড়ে) অবৈধ স্থাপনা সমূহ উচ্ছেদ করা হয়। অভিযানে পার্বতীপুর উপেজলার সোনাপুকুর ইউনিয়ন ২নং ওয়ার্ড আওয়ামীলীগ কার্যালয়, বিআরটিসি কাউন্টার, দিনাজপুর জেলা পরিষদের স্বাগতম গেটসহ রাস্তার দু’ধারের কাঁচা পাকা স্থাপনা গুড়িয়ে দেয়া হয়। 

এসময় উপস্থিত ছিলেন- ওয়েস্টার্ন বাংলাদেশ ব্রীজ ইমপ্রুভমেন্ট প্রজেক্ট (রংপুর অংশের) প্রকল্প ব্যবস্থাপক-১ (নি.প্র) চলতি দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা মো. মামুন কায়সার, নীলফামারী সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী এ কে এম হামিদুর রহমান এবং সৈয়দপুর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) পরিমল কুমার সরকার।