Opu Hasnat

আজ ১৯ মার্চ মঙ্গলবার ২০২৪,

কালিয়ায় বরসহ ৩ জনের কারাদন্ড নড়াইল

কালিয়ায় বরসহ ৩ জনের কারাদন্ড

নড়াইলের কালিয়ায় বাল্যবিয়ের আসর থেকে বরসহ ৩ জনকে আটক করে ১৫দিন করে কারাদন্ডাাদেশ দিয়েছেন ভ্রাম্যমান আদালত। সোমবার সন্ধ্যায় নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) বাল্যবিয়ে সম্পন্ন করার চেষ্টার অপরাধে তাদেরকে এ  দন্ডাদেশ দেন। 

পুলিশ ও ভ্রাম্যমান আদালত সুত্রে জানা যায়, উপজেলার চাচুড়ী পুরুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্রী ও কদমতলা গ্রামের সাহেব আলী শেখের মেয়ে এ্যানি খাতুনের (১৫) সাথে সোমবার একই উপজেলার দেওয়াডাঙ্গা গ্রামের আলী আকবর শেখের ছেলে রাসেল শেখের (২৫) বিয়ের দিন ধার্য্য ছিল । নির্ধারিত সময় বর ও তার স্বজনরা কনের বাড়িতে বিয়ের অনুষ্ঠানে যোগ দেয়। বিয়ের অনুষ্ঠানিকতা সম্পন্ন করার সময় সোমবার বিকেলে কালিয়ার সহকারি কমিশনার (ভূমি) নাজিবুল আলমের নেতৃত্বে একদল পুলিশ বিয়ের আসরে অভিযান চালায়। অভিযানে বর রাসেল শেখ, তার নিকট আত্মীয় একই গ্রামের মৃত কওছার গাজীর ছেলে তৈয়েবুর রহমান গাজী (৪০) ও কনের চাচা কদমতলা গ্রামের সেলিম শেখকে (৪৫) আটক করে। ভ্রাম্যমান আদালত তাদের  প্রত্যেককে ১৫দিন করে বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেন। 

কালিয়া থানার ওসি মোঃ রফিকুল ইসলাম জানান, ‘সাজাপ্রাপ্তদেরকে সোমবার রাতেই নড়াইল জেলা কারাগারে পাঠানো হয়েছে।’