Opu Hasnat

আজ ১৯ মার্চ মঙ্গলবার ২০২৪,

পাইকগাছায় দুর্বৃত্তদের হামলায় ৫ মহিলাসহ আহত ৬ খুলনা

পাইকগাছায় দুর্বৃত্তদের হামলায় ৫ মহিলাসহ আহত ৬

পাইকগাছায় দেশী অস্ত্র-সস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালিয়ে বাসা বাড়ী ভাংচুর, আগুন, মারপিট পূর্বক একজনকে জিম্মি করে রাখা হলে পুলিশ উদ্ধার করেছে। হামলায় ৫ মহিলাসহ ৬জন আহত হয়েছে। আহতদের পাইকগাছা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছিল। 

জানা যায়, উপজেলার সোলাদানা আদর্শগ্রামের হামিদ খা তার পরিবারের লোকজন বাড়ী সংলগ্ন লীজ ঘেরে বসবাস করে। দুর্বৃত্তরা পূর্ব শত্রুতার জের ধরে সোমবার গভীর রাতে দুর্বৃত্ত উপজেলার বয়ারঝাপা গ্রামের মোজাম, নিজাম, রাশেদ, রশিদ, বিল্লাল, কাইয়ুম, শহীদ, জাহাঙ্গীর, মাসুম, আলম, বায়জীদ, সুজন, শহিদুল, হাদী, অলি, নান্টু, আকবার, রহিম, রোকন, দেশী অস্ত্র-সস্ত্র নিয়ে হামলা চালায়। দুর্বৃত্তরা হামিদের ঘর-বাড়ী ভাংচুর পূর্বক আগুন ধরিয়ে দেয়। এ সময় হামিদকে জনৈক হানিফার দোকানে আটকে রাখে। দুর্বৃত্তের হামলায় ফাতেমা বেগম (৬০), সোনাবান (৪৫), জরিনা (৫০), ফিরোজা (৫০), হামিদ খা (৫৫) ও কিশোরী শিক্ষার্থী মাসুরা (১২) আহত হয়। 

থানা পুলিশের এসআই নকিবুল ইসলাম সংবাদ পেয়ে সঙ্গীয় ফোর্স নিয়ে হামিদ খাকে উদ্ধার করে। আহতদের পুলিশের সহযোগিতায় স্থানীয় লোকজন পাইকগাছা হাসপাতালে ভর্তি করে। দুর্বৃত্তরা হামিদ খাকে ইতোপূর্বে বিভিন্ন হুমকি-ধামকির প্রেক্ষিতে তার স্ত্রী ফিরোজা বেগম পাইকগাছা থানায় সাধারণ ডায়েরী করে। যার নং- ৯৫৩, তাং- ১৫/০৯/২০১৯ইং। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছিল। 

সোলাদানা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান বি.এম আরেফিন মঙ্গলবার সকালে আহতদের পাইকগাছা হাসপাতালে দেখতে যান এবং আহতদের দেখে বিস্ময় প্রকাশ করেন।