Opu Hasnat

আজ ১২ ডিসেম্বর বৃহস্পতিবার ২০১৯,

আফগানিস্তানে প্রেসিডেন্টের সমাবেশে বোমা হামলা, নিহত ২৪ আন্তর্জাতিক

আফগানিস্তানে প্রেসিডেন্টের সমাবেশে বোমা হামলা, নিহত ২৪

আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনির নির্বাচনী সমাবেশে বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে ২৪ জন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরো ৩১ জন। মঙ্গলবার স্থানীয় সময় দুপুরে পারওয়ান প্রদেশের চারিকার শহরে এ ঘটনা ঘটে। তাৎক্ষনিকভাবে কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি।

সমাবেশে প্রেসিডেন্ট আশরাফ গনির ভাষণ দেওয়ার কথা ছিল। তবে তিনি অক্ষত আছেন।

প্রাদেশিক সরকারি হাসপাতালের প্রধান আব্দুলি কাসিন সানজিন বলেছেন, ‘হতাহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে। হামলার শিকার অধিকাংশই বেসামরিক নাগরিক। হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে।’

স্থানীয় সরকারের এক কর্মকর্তা জানিয়েছেন, এক আত্মঘাতী হামলাকারী এই হামলা চালিয়েছে।