Opu Hasnat

আজ ১২ ডিসেম্বর বৃহস্পতিবার ২০১৯,

দুর্গাপুরে ফ্রি হেলথক্যাম্প স্বাস্থ্যসেবানেত্রকোনা

দুর্গাপুরে ফ্রি হেলথক্যাম্প

জেলার দুর্গাপুরে ল্যাকটিং মাদার সহায়তা তহবিলের আওতায় উপকার ভোগীদের জন্য হেলথক্যাম্প করা হয়। সোমবার দিনব্যাপি এ ক্যাম্পের আয়োজন করেন উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর।

উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর মিলনায়তনে হেলথক্যাম্পে উপস্থিত ছিলেন, ডা. মো. সৌরভ জাহান, উপ-সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার নাদিরা আক্তার, মহিলা বিষয়ক কর্মকর্তা কানু লাল চাকী, প্রেসক্লাব সাধারণ সম্পাদক তোবারক হোসেন খোকন প্রমুখ।

বক্তারা বলেন, শিশু ও মাতৃত্বকালীন সময়ে সঠিক চিকিৎসা না নিতে পারলে পরবর্তিতে ভোগান্তির শেষ থাকে না। কাজেই তালিকাভুক্ত সকল উপকার ভোগীদের সঠিক সময়ে রেজিষ্টার্ড চিকিৎসকের কাছ থেকে চিকিৎসা সেবা নেয়ার অনুরোধ জানান।