Opu Hasnat

আজ ২ জুন মঙ্গলবার ২০২০,

পদ্মা নদী থেকে হাত-পা-মাথাবিহীন মরদেহ উদ্ধার নাটোর

পদ্মা নদী থেকে হাত-পা-মাথাবিহীন মরদেহ উদ্ধার

নাটোরের লালপুর উপজেলার পদ্মা নদী থেকে হাত-পা-মাথাবিহীন অজ্ঞাত পরিচয় একটি মরদেহ উদ্ধার করেছে লালপুর থানা পুলিশ।

সোমবার বেলা ৩ টার দিকে লালপুর উপজেলার বিলমাড়িয়া ইউনিয়ন পরিষদের নিচে পদ্মা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

এলাকাবাসী জানান, বিলমাড়িয়া ইউনিয়ন পরিষদের নিচে পদ্মা নদীতে হাত-পা-মাথাবিহীন একটি মরদেহ দেখতে পায় স্থানীয়রা। বিষয়টি জানালে লালপুর থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে। মরদেহটি দীর্ঘদিন পূর্বের হওয়ায় পুরুষ নাকি মহিলা বোঝা কষ্টসাধ্য। তবে শারীরিক গঠনাকৃতি দেখে মনে হচ্ছে পুরুষ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে লালপুর থানা পুলিশের এস আই সেলিম উদ্দিন জানান, স্থানীয়দের খবরের প্রেক্ষিতে নদী থেকে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। দীর্ঘদিন পূর্বের মরদেহ, সেই সাথে হাত-পা-মাথাবিহীন হওয়ায় পরিচয় সনাক্ত করা সম্ভব হয় নি।