Opu Hasnat

আজ ১৯ মার্চ মঙ্গলবার ২০২৪,

সৌদির তেলক্ষেত্রে হামলার পর বেড়েছে তেলের দাম, আরও বাড়তে পারে আন্তর্জাতিক

সৌদির তেলক্ষেত্রে হামলার পর বেড়েছে তেলের দাম, আরও বাড়তে পারে

সৌদি আরবে বিশ্বের সর্ববৃহৎ দুটি তেলক্ষেত্রে হামলার পর অপরিশোধিত তেলের দাম গত চার মাসের মধ্যে সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে।

গত শনিবার সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর আবকাইক ও খুরাইস তেলক্ষেত্রে হামলার পর বিশ্বের তেল সরবরাহ বড় ধরনের জটিলতায় পড়ে।

বিশ্বের জ্বালানি তেলের সরবরাহ ৫ শতাংশেরও বেশি কমে যায়। তেলের মূল্য ১৯ শতাংশ বৃদ্ধি পেয়ে ব্যারেল প্রতি প্রায় ৭২ ডলার হয়েছে।

তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটির রিজার্ভ থেকে তেল ছাড়ার বিষয়টি অনুমোদন করার পর জ্বালানি তেলের দাম আবারো কমে আসে।

শনিবার ভোরে দুটি তেলক্ষেত্রে চালানো ওই হামলার দায় স্বীকার করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। হুতিদের হামলার পর অগ্নিকাণ্ডের ভিডিও প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের বার্তা সংস্থা এপি। তাতে দেখা যায়, ভয়াবহ আগুনে পুড়ছে তেল ক্ষেত্র দুটি। সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশ দাহারান থেকে ৬০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত আবকাইক তেলক্ষেত্র। আর খুরাইস তেলক্ষেত্র ওই স্থান থেকে আরও ২০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত।

এই দুই তেলক্ষেত্র থেকে পুনরায় উৎপাদন শুরু হতে কয়েক সপ্তাহ সময় লাগতে পারে।