Opu Hasnat

আজ ৩১ মে রবিবার ২০২০,

ইভটিজিং মাদক-জুয়া বাল্য বিয়ে সহ অপরাধ দমনে

লস্কর হাই স্কুল ও প্রাথমিক বিদ্যালয়ে ওসির মতবিনিময় খুলনা

লস্কর হাই স্কুল ও প্রাথমিক বিদ্যালয়ে ওসির মতবিনিময়

পাইকগাছায় মুক্তিযুদ্ধের ইতিহাস সহ মাদক-জুয়া, বাল্য বিয়ে, ইফটিজিং ও যে কোন অপরাধ দমনে ওসি এমদাদুল হক শেখ শিক্ষক-শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা করেছেন। ধারাবাহিক মতবিনিময় সভার অংশ হিসেবে তিনি রবিবার দুপুরে উপজেলার লস্কর করুলিয়া হাই স্কুল ও লস্কর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সাথে এ মতবিনিময় সভায় মিলত হন। 

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা সরদার আলী আহসান, হাই স্কুলের প্রধান শিক্ষক ক্ষিতীশ চন্দ্র ঢালী, সরঃপ্রাথঃ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাঃ জাহানারা খাতুন, ম্যানেজিং কমিটির সভাপতি সাংবাদিক স্নেহেন্দু বিকাশ, ব্যাসায়ী অখিল বন্ধু ঘোষ, আগরঘাটা সরঃ প্রাথঃ বিদ্যাঃ ম্যানেজিং কমিটি সভাপতি ফারুক হোসেন, সহকারী প্রধান শিক্ষক ভ‚ধর মন্ডল, সহকারী শিক্ষক সরকার গোপাল চন্দ্র, রমেশ চন্দ্র মন্ডল, মোস্তাক আহম্মেদ, পুলকেশ মন্ডল, বেবি মন্ডল, পুরব মন্ডল, মানসি রায়, আমিন গাজী, ম্যানেজিং কমিটি সদস্য দেবাশীষ মন্ডল, সংবাদ কর্মী অমল মন্ডল ও আছাদুল ইসলাম, শিক্ষক সুধা রানী সানা, সোনামনি গাইন, ছায়া বেগম, রোকেয়া হাসেম, আফজাল হোসেন।