Opu Hasnat

আজ ১৯ মার্চ মঙ্গলবার ২০২৪,

চট্টগ্রামে বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা কার্যক্রমের বিভাগীয় পর্যালোচনা সভা চট্টগ্রাম

চট্টগ্রামে বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা কার্যক্রমের বিভাগীয় পর্যালোচনা সভা

চট্টগ্রাম  বিভাগীয় কমিশনার মো. আবদুল মান্নান বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা  ক্ষমতায় এসে ত্রিপুরা সম্প্রদায়সহ দেশের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন। বিশেষ এলাকার নৃ-গোষ্ঠীকে স্বাবলম্বী করতে সরকার যুগোপযোগী  বিভিন্ন  প্রকল্প গ্রহন করে তা  একের পর এক বাস্তবায়ন করে চলেছেন। তাদের সন্তানদের পড়ালেখার জন্য স্কুল প্রতিষ্ঠা, স্বাস্থ্য সেবার মানোন্নয়নে দাতব্য চিকিৎসালয় স্থাপন, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, স্বাবলম্বী করতে  কম্পিউটার ও সেলাই প্রশিক্ষণের পাশাপাশি আরো অন্যান্য কর্মদক্ষতামুলক প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগের মধ্যে এটি একটি অন্যতম। নৃ-গোষ্ঠীর সার্বিক কল্যানে সরকার নিয়মিত তদারকিতে রয়েছেন। তাই সরকারের এ কার্যক্রম আরো বেগবান করতে সরকারী কর্মকর্তা- কর্মচারীদের আন্তরিকভাবে কাজ করতে হবে। 

রোববার সকাল ১১ টায়  চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে আয়োজিত পার্বত্য চট্টগ্রাম ব্যাতীত বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা কার্যক্রমের বিভাগীয় পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) শংকর রঞ্জন সাহা,  অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) মোঃ নুরুল আলম নিজামী, বিভাগীয় কমিশনার কার্যালয়ের উপ-পরিচালক (স্থানীয় সরকার) নুসরাত সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন (চট্টগ্রাম), শওকত ওসমান (চাঁদপুর), কায়জার মোহাম্মদ ফারাবী (কুমিল্লা), এস.এম সরোয়ার কামাল (কক্সবাজার), মোঃ আবু ইউসুফ (নোয়াখালী), মিতু মরিয়ম (ব্রাহ্মণবাড়ীয়া), উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী আশরাফুল করিম ( কুমিল্লা আদর্শ সদর), মোঃ মিনহাজুর রহমান (সেনবাগ), কে এম ইয়াসির আরাফাত (লালমাই), জোনায়েদ কবির সোহাগ (রাউজান), মোঃ রুহুল আমিন (হাটহাজারী), মিল্টন রায় (সীতাকুন্ড), মিয়া মোহাম্মাদ কিয়াম উদ্দিন (কুমিল্লা সদর দক্ষিণ), মোহাম্মদ রুহুল আমিন (মিরসরাই), মাসুদুর রহমান (রাঙ্গুনিয়া), সাহেদুল আরেফিন (ফটিকছড়ি),  একেএম সাইফুল আলম (লালমাই), সাইকা শাহাদাৎ (পকুয়া), প্রনয় চাকমা (রামু), তিনা পাল (সোনাইমুড়ি),  নুর উদ্দিন মোঃ শিবলী নোমান (চকরিয়া), মোঃ জমিরুল ইসলাম (মহেশখালী), কানিজ ফাতেমা (চাঁদপুর সদর) ও মোহাম্মদ মাসুম (ব্রাহ্মণবাড়িয়া)।