Opu Hasnat

আজ ২২ অক্টোবর মঙ্গলবার ২০১৯,

অটোরিক্সার ‘ডানপাশ বন্ধ’ কার্যক্রমের উদ্বোধন নেত্রকোনা

অটোরিক্সার ‘ডানপাশ বন্ধ’ কার্যক্রমের উদ্বোধন

নেত্রকোনার দুর্গাপুরে যাত্রী সাধারণনের দুর্ঘটনা এড়াতে ব্যাটারি চালিত অটোরিক্সার ‘ডান পাশ বন্ধ’ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে দুর্গাপুর থানা চত্বরে পুলিশ প্রশাসন ও অটো চালক সমিতির উদ্যোগে এই কার্যক্রমের উদ্বোধন করেন ওসি মিজানুর রহমান।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওসি (তদন্ত) মীর মাহাবুব রহমান, পুলিশ উপ-পরিদর্শক হালিম তালুকদার, উপজেলা অটো, সিএনসি, মাহেন্দ্র শ্রমিক সমিতির সভাপতি মো. সিরাজুল ইসলাম, সাংবাদিক রিফাত আহমেদ রাসেল, অটো চালক সমিতি সভাপতি উসমান গনি প্রমুখ। 

ওসি মিজানুর বলেন, নেত্রকোনা পুলিশ সুপার আকবর আলী মুন্সী এর নির্দেশনায় সড়কে দূর্ঘটনা রোধে ব্যাটারি চালিত সকল অটোরিক্সার ডান পাশ বন্ধ কার্যক্রম শুরু করা হয়।