Opu Hasnat

আজ ২৭ মে বুধবার ২০২০,

সুনামগঞ্জ পৌর মেয়রের উদ্যোগে সাবেক সাংসদ মতিউর রহমানকে সংবর্ধনা সুনামগঞ্জ

সুনামগঞ্জ পৌর মেয়রের উদ্যোগে সাবেক সাংসদ মতিউর রহমানকে সংবর্ধনা

সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখতের উদ্যোগে দীর্ঘ ৫ মাস যুক্তরাষ্ট্রে চিকিৎসা শেষে সুনামগঞ্জে পৌছলে সাবেক আওয়ামীলীগের সংসদ সদস্য ও সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ মতিউর রহমানকে সংবর্ধনা দেয়া হয়েছে। শনিবার রাত ৮টায় পৌরসভার হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখতের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংবর্ধিত অতিথি আলহাজ মতিউর রহমান। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন।

জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নুরুল হুদা মুকুট, সুনামগঞ্জ ১ আসনের এমপি ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ব্যারিষ্টার এনামুল কবির ইমন, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ সভাপতি সাবেক পিপি এড, শফিকুল আলম এবং সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সিনিয়র নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। 

প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব মতিউর বলেন সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগ ঐক্যবদ্ধ আছে এবং আগামীতে বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যেকোন আন্দোলন সংগ্রামে নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহবান জানান। 

এই বিভাগের অন্যান্য খবর