Opu Hasnat

আজ ১৯ মার্চ মঙ্গলবার ২০২৪,

ট্রাফিক সচেতনতা প্রোগ্রামে সিএমপি’র উপ-পুলিশ কমিশনার

যানজটমুক্ত নিরাপদ নগরী গড়তে সকলের সহযোগিতা প্রয়োজন চট্টগ্রাম

যানজটমুক্ত নিরাপদ নগরী গড়তে সকলের সহযোগিতা প্রয়োজন

চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের (সিএমপি) উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর বিভাগ) মোঃ আমির জাফর বলেছেন, যানজট নিরসন, সড়কে শৃঙ্খলা আনয়ন,  দূর্ঘটনা রোধ, ট্রাফিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনা, বেপরোয়া গাড়ী চলাচল থেকে ড্রাইভারদের বিরত রাখা, রোড সাইন চিনে গাড়ী চালানো, ছাত্র-ছাত্রী ও পথচারীসহ সকলের নিরাপদ যাত্রা নিশ্চিত করার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। পরিবহন চালক-হেলপারসহ সর্বস্তরের জনগণ সচেতন হলে দূর্ঘটনা অনেকাংশেই রোধ হবে ও সড়কে শৃঙ্খলা ফিরে আসবে। এজন্য সকলের আন্তরিক সহযোগিতা প্রয়োজন। দূর্ঘটনা রোধ, ট্রাফিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনা, বেপরোয়া গাড়ী চলাচল থেকে ড্রাইভারদের বিরত রাখা, রোড সাইন চিনে গাড়ী চালানো, ছাত্র-ছাত্রী ও পথচারীসহ সকলের নিরাপদ যাত্রা নিশ্চিত করার লক্ষ্যে ট্রাফিক বিভাগ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।  পরিবহন চালক-হেলপারসহ সর্বস্তরের জনগণ সচেতন হলে দূর্ঘটনা অনেকাংশেই রোধ হবে। ট্রাফিক আইন মেনে চললে সড়কে শৃঙ্খলা বজায় থাকবে। ট্রাফিক বিভাগের একার পক্ষে কোন কিছু করা সম্ভব নয়। তাই যানজটমুক্ত ও নিরাপদ নগরী গড়ে তুলতে হলে  সকলের আন্তরিক সহযোগিতা প্রয়োজন। 

শনিবার সকাল সাড়ে ১১টায় নগরীর কোতোয়ালী থানাধীন সিনেমা প্যালেস মোড়ে  সিএমপি’র ট্রাফিক আন্দরকিল্লা জোন আয়োজিত  ট্রাফিক সচেতনতা প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

সিএমপি’র ট্রাফিক-উত্তর বিভাগের সহকারী কমিশনার (এসি) সুলতান  মোহাম্মদ  খানের সভাপতিত্বে  অনুষ্ঠিত ট্রাফিক  সচেতনতা  প্রোগ্রামে  বিশেষ  অতিথি  হিসেবে বক্তব্য রাখেন  ট্রাফিক-উত্তর বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ নাজমুল হাসান (পদোন্নতিপ্রাপ্ত এসপি) ও পুরাতন  গীর্জা ব্যবসায়ী  কল্যান  সমিতির সভাপতি  আলহাজ্ব  সৈয়দ  আবদুল হান্নান বাবু। স্বাগত বক্তব্য রাখেন  ট্রাফিক  ইন্সপেক্টর (টিআই-আন্দরকিল্লা) মুহাম্মদ  নুরুল  আবছার। 

অনুষ্ঠানে  লালদীঘির  পাড় কার-মাইক্রো শ্রমিক ইউনিয়নের  যুগ্ম সম্পাদক  মোঃ সেলিম,  সাবেক সহ-সম্পাদক  মোঃ  খলিলুর রহমান,  চট্টগ্রাম  জেলা  অটো টেম্পু  শ্রমিক  ইউনিয়নের (কোতোয়ালী-মুরাদপুর) সাধারণ সম্পাদক  মোঃ  দিদার মিয়াসহ  বিভিন্ন  পরিবহনের মালিক-শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। 

পরে নগরীর টাইগার পাস মোড়ে  অনুষ্ঠিত  ট্রাফিক সচেতনতা প্রোগ্রামে প্রধান অতিথির  বক্তব্য  রাখেন  সিএমপি’র উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর বিভাগ) মোঃ আমির  জাফর। এতে সভাপতিত্ব  করেন  সিএমপি'র ট্রাফিক-উত্তর বিভাগের সহকারী কমিশনার (এসি) মোঃ মিজানুর রহমান।