Opu Hasnat

আজ ১০ ডিসেম্বর রবিবার ২০২৩,

দুর্গাপুরে ৩দিন ব্যাপি উন্নয়ন মেলা সমাপ্ত নেত্রকোনা

দুর্গাপুরে ৩দিন ব্যাপি উন্নয়ন মেলা সমাপ্ত

নেত্রকোনার দুর্গাপুরে উপজেলা প্রশাসন আয়োজিত মিলিনিয়াম ডেভেলপমেন্ট গোল অর্জনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক গৃহীত উদ্দ্যোগ গুলো প্রচারনা বিষয়ক ৩দিন ব্যাপী উন্নয়ন মেলা আনুষ্ঠানিক সমাপ্ত হয়েছে বুধবার রাতে।

মেলায় সরকারী সকল দপ্তরের ১৬টি ষ্টল স্থান পায়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারঃ) মোঃ মোখলেছুর রহমান এর সভাপতিত্বে সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ছবি বিশ্বাস, বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ এমদাদুল হক খান, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান পারভীন আক্তার, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ হক, বর্ষীয়ান রাজনীতিবীদ দুর্গা প্রসাদ তেওয়ারী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কামাল পারভেজ, উপজেলা শিক্ষা কর্মকর্তা বিনয় চন্দ্র শর্ম্মা, সমাজ সেবা কর্মকর্তা মোঃ আলাল উদ্দীন, একাডেমীক সুপারভাইজার নাসির উদ্দীন প্রমুখ। সন্ধ্যায় বিভিন্ন ষ্টলের মাঝে পুরস্কার বিতরন শেষে ইউরোপিয়ন ইউনিয়নের অর্থায়নে, হেল্পএইজ ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর সহায়তায় প্রশিক্ষণ প্রাপ্ত বারসিক এর সাংস্কৃতিক দল প্রবীণ অধিকার সুরক্ষায় প্রবীণদের পারিবারিক নির্যাতন বিষয়ে বাউল গান ও নাটক প্রদর্শন করে হাজারো দর্শক মনে সারা জাগিয়েছে।