Opu Hasnat

আজ ২ জুন মঙ্গলবার ২০২০,

জ্যামে ফেরদৌস-পূর্ণিমা! বিনোদন

জ্যামে ফেরদৌস-পূর্ণিমা!

মান্নার প্রযোজনা প্রতিষ্ঠান ‘কৃতাঞ্জলি কথাচিত্র’র ব্যানারে ‘জ্যাম’ নামে একটি সিনেমা নির্মিত হচ্ছে। এতে জুটি বেঁধে অভিনয় করছেন ফেরদৌস-পূর্ণিমা।

নঈম ইমতিয়াজ নেয়ামূল পরিচালিত এ সিনেমার অধিকাংশ শুটিং ইতিমধ্যে শেষ হয়েছে। কিছুটা বিরতির পর আবারো শুরু হচ্ছে বাকি অংশের শুটিং। রোববার বিএফডিসিতে দৃশ্যধারণের কাজ শুরু হবে।

এ ছাড়াও সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন ঋতুপর্ণা সেনগুপ্ত, আরিফিন শুভ, ফজলুর রহমান বাবু, মৌসুমী, ওমর সানী, মিশা সওদাগর প্রমুখ।

গত বছর রাজধানীর ঢাকা ক্লাবে মহরতের মাধ্যমে ‘জ্যাম’ সিনেমার ঘোষণা দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের ও তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম। এছাড়াও উপস্থিত ছিলেন মান্নাপত্নী শেলি মান্না, কলকাতার ঋতুপর্ণা সেনগুপ্ত, ফেরদৌস, পূর্ণিমা, সিয়াম ইলতিমাস (মান্নাপুত্র), নঈম ইমতিয়াজ নেয়ামূল, সূচন্দা, এটিএম শামসুজ্জামানসহ অনেকে।

নঈম ইমতিয়াজ নেয়ামূলের ‘গাঙচিল’ সিনেমাতেও অভিনয় করেছন ফেরদৌস-পূর্ণিমা। এর আগে ‘এক কাপ চা’ নামে তারকাবহুল একটি সিনেমা নির্মাণ করেন এই পরিচালক।