Opu Hasnat

আজ ৩১ মে রবিবার ২০২০,

ভালুকায় ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত ময়মনসিংহ

ভালুকায় ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত

ময়মনসিংহের ভালুকায় ডিবি পুলিশের সাথে বন্দুকযুদ্ধে রুবেল নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। 

নিহত রুবেল উপজেলার জামিরদিয়া গ্রামের মজিবর রহমানের ছেলে। গতকাল রাত (শুক্রবার ১৩ সেপ্টেম্বর) আড়াইটার দিকে উপজেলার হবিরবাড়ি এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। 

ডিবির ওসি শাহ্ কামাল আকন্দ জানান রাতে ডিবির দুটি টিম ভালুকা উপজেলায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করছিলো। ওই সময় তারা জানতে পারেন উপজেলার হবিরবাড়ি এলাকায় কিছু মাদক ব্যবসায়ী মাদক কেনাবেচা করছে। 

খবর পেয়ে ডিবি পুলিশের দুইটি দল সেখানে অভিযানে গেলে তারা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুঁড়লে তারা গুলি করতে করতে পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থল থেকে ২০০ পিস ইয়াবা ও ১০০ গ্রাম হেরোইনসহ গুলিবিদ্ধ অবস্থায় মাদক ব্যবসায়ী রুবেলকে উদ্ধার করা হয়। 

পরে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত রুবেলের বিরুদ্ধে পাঁচটি মাদক মামলাসহ ৭টি মামলা রয়েছে।