Opu Hasnat

আজ ১৯ এপ্রিল শুক্রবার ২০২৪,

খাগড়াছড়িতে সেফটি ট্যাংকে পড়ে স্কুল ছাত্রের মৃত্যু খাগড়াছড়ি

খাগড়াছড়িতে সেফটি ট্যাংকে পড়ে স্কুল ছাত্রের মৃত্যু

খাগড়াছড়ি পার্বত্য জেলা মানিকছড়ি উপজেলায় সেফটি ট্যাংকে পড়ে স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার কুমারী বড়টিলায় টয়লেটের স্লাব ভেংগে এ স্কুল ছাত্রের অকাল মৃত্যু হয়েছে। নিহত ছাত্র কুমারি বড়টিলর বাসিন্দাা মো: আবু তাহেরের নাতি ও মো: শাহ আল আমিন এর ছেলে মো: এমরান হোসেন বাবু (১২)। তিনি আব্দুল জব্বার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেনীর ছাত্র ছিলো। ঘটনার সময় কিশোর প্রকৃতির ডাকে সাড়া দিয়ে ল্যাট্রিনে (সেফটি ট্যাংক) অবস্থান করছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, কুমারী এলাকার বড়টিলা গ্রামে মো: আবু তাহেরে নাতি মো: এমরান হোসেন বাবু (১২) পিতা মো: শাহ আলম শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে টয়লেটের গিয়ে স্লাব ভেংগে নিচে পড়ে যায়। বিষয়টি টের পেয়ে মামা মো: আল-আমিন (৩০) তাকে উদ্ধার করতে টয়লেটের ট্যাংকিতে নেমে তিনিও জ্ঞান হারিয়ে ফেলেন। এ অবস্থায় ঘরের লোকজনের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে দু’জনকে উদ্ধার করে গুরুত্বর আহত অবস্থায় দু’জনকে হাসপাতালে আনলে কর্তব্যরত ডাক্তার মো: এমরান হোসেন বাবুকে মৃত ঘোষনা করেন। আন্যদিকে মো: আল-আমিনকে দ্রুত অক্সিজেন দিয়ে চিকিসা করা হলে সুস্থ হয়ে উঠে। নিহত মো: এমরান হোসেন বাবু বড়টিলা আব্দুল জব্বার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেনী পড়ুয়া ছাত্র।

মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আমির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ৫ম শ্রেনীর ছাত্রের টয়লেটে পড়ে অকাল মৃত্যু হয়েছে। নিহতের পরবর্তী করনীয় কাজ চলছে। 

এদিকে, এখবর এলাকায় ছড়িয়ে পড়লে সহপাঠি, আত্মীয়স্বজন ও প্রতিবেশীদের মাঝে শোকের ছায়া নেমে আসে।