Opu Hasnat

আজ ১০ আগস্ট সোমবার ২০২০,

কুষ্টিয়ায় ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত কুষ্টিয়া

কুষ্টিয়ায় ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত

পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ কুষ্টিয়ায় সুজন (৩২) নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। এ ঘটনায় এক এসআইসহ চার পুলিশ সদস্য আহত হয়েছে। নিহত সুজন মোল্লাতেঘরিয়া ক্যানেলপাড়ার আবুল কাশেমের ছেলে।

বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার মোল্লাতেঘরিয়া ক্যানেলপাড়ায় এ ঘটনা ঘটে।

কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাত ২টার মোল্লাতেঘরিয়া ক্যানেলপাড়ায় দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে ‘বন্দুকযুদ্ধ’ চলছে বলে সংবাদ আসে। কুষ্টিয়া মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে মাদক ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা জবাব দিলে বেশ কিছুক্ষণ উভয় পক্ষে গুলি বিনিময় হয়। একপর্যায়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে গেলে গুলিবিদ্ধ আহত অবস্থায় একজনকে উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে খোঁজ নিয়ে জানা যায় নিহত ব্যক্তি মাদক ব্যবসায়ী সুজন। 

তার বিরুদ্ধে মডেল থানায় মাদক ব্যবসার একাধিক মামলা রয়েছে। ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, এক রাউন্ড গুলি, ৫০ বোতল ফেনসিডিল ও ৩০০ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ।