Opu Hasnat

আজ ১২ আগস্ট বুধবার ২০২০,

ব্রেকিং নিউজ

কিশোরগঞ্জের জামাই জনপ্রশাসন প্রতিমন্ত্রীকে বরণে ব্যাপক প্রস্তুতি কিশোরগঞ্জ

কিশোরগঞ্জের  জামাই জনপ্রশাসন প্রতিমন্ত্রীকে বরণে ব্যাপক প্রস্তুতি

প্রতিমন্ত্রী হিসেবে কিশোরগঞ্জে  ফরহাদ হোসেনের প্রথম আগমন। এ কারণে কিশোরগঞ্জের জামাইকে বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে বরণ করার প্রস্তুতি চলছে।  জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের আগমনকে কেন্দ্র করে কিশোরগঞ্জে বিরাজ করছে উৎসবের আমেজ। শুধু সরকারের প্রতিমন্ত্রী হিসেবে নন, তার বড় পরিচয় তিনি কিশোরগঞ্জের জামাই। মুক্তিযুদ্ধকালীন প্রবাসী সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি শহীদ সৈয়দ নজরুল ইসলামের কনিষ্ঠ সহোদর, কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহসভাপতি প্রয়াত সৈয়দ ওয়াহিদুল ইসলাম পট্টু মিয়ার জামাতা অধ্যাপক ফরহাদ হোসেন দোদুল। মেহেরপুরের প্রথিতযশা রাজনীতিক, বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর মরহুম ছহিউদ্দিন আহমেদের ছেলে ফরহাদ হোসেন দোদুলের সঙ্গে সাবেক এলজিআরডি ও জনপ্রশাসন মন্ত্রী প্রয়াত আশরাফুল ইসলামের চাচাতো বোন সৈয়দা মোনালিসা ইসলাম শিলার বিয়ে হয় গত ২০০৩ সালে।

কিশোরগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি আয়োজিত গুণীজন সম্মাননা প্রদান অনুষ্ঠানসহ অন্য কয়েকটি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেওয়ার জন্য জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে সস্ত্রীক কিশোরগঞ্জে আগমন করেন।

শহরে প্রবেশের দক্ষিণ-পশ্চিম সীমান্ত এলাকা বিন্নাটির মোড়ে দলীয় নেতাকর্মী ও সর্বস্থরের জনসাধারণের উদ্যোগে জামাই বরণের নানবিধ কার্যক্রম শুরু হয়েছে। সেখানে কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী লাঠিখেলাসহ বিভিন্ন লোকজ আয়োজন প্রদর্শিত হবে। বর-বধূকে গাড়ি থেকে নামিয়ে সুসজ্জিত ঘোড়ার গাড়ির মাধ্যমে শহরে নিয়ে আসা হবে। এ ছাড়া অর্ধশতাধিক খাসি ও গরু জবাই করে গণভোজের আয়োজন রাখা হয়েছে।

তার এই আগমনকে কেন্দ্র করে জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা শিল্পকলা একাডেমি, সার্কিট হাউস ও জেলা প্রশাসকের কার্যালয়কে সাজানো হয়েছে বর্ণাঢ্য রূপে। প্রতিমন্ত্রীর বিশাল ছবি সংবলিত রঙ-বেরঙের ব্যানার আর ফেস্টুনে ছেয়ে গেছে কিশোরগঞ্জ শহর। প্রতিমন্ত্রীর আগমন-পথে নির্মাণ করা হয়েছে অর্ধশতাধিক সুবিশাল তোরণ। সব মিলিয়ে কিশোরগঞ্জ শহর যেন পরিণত হয়েছে উৎসবের শহরে।

এ বিষয়ে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সস্পাদক ও মন্ত্রিপত্নী সৈয়দা মোনালিসা ইসলাম শিলার সহোদর সৈয়দ আশফাকুল ইসলাম টিটু বলেন, ছোট বোন ও বোন জামাইকে বরণের জন্য আমরা পারিবারিকভাবেও ব্যাপক প্রস্তুতি নিয়েছি। কিশোরগঞ্জে অবস্থানকালে প্রতিমন্ত্রী আমার বাসাতেই রাতযাপন করবেন।

জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী বলেন, প্রতিমন্ত্রী কিশোরগঞ্জে কয়েকটি কর্মসূচিতে অংশ নেবেন। তিনি তিন দিন কিশোরগঞ্জে অবস্থান করবেন। তার আগমনকে কেন্দ্র করে প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছে।

পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার) বলেন, সার্বিক নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করার জন্য পুলিশ বিভাগ নিবিড় পর্যবেক্ষণ ও তদারকি অব্যাহত রেখেছে।

এই বিভাগের অন্যান্য খবর