Opu Hasnat

আজ ২৪ জানুয়ারী শুক্রবার ২০২০,

সিরাজদিখানে বিদ্যুৎস্পৃষ্টে স্কুল ছাত্রের মৃত্যু মুন্সিগঞ্জ

সিরাজদিখানে বিদ্যুৎস্পৃষ্টে স্কুল ছাত্রের মৃত্যু

মুন্সীগঞ্জের সিরাজদিখানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আসিফ মুন্সী (১৫) নামে স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বেলা সারে ১২টার দিকে একটি ভবনের ছাদের উপরে এ ঘটনা ঘটে। 

নিহত স্কুল ছাত্র আসিফ সিরাজদিখানের মোল্লাকান্দি গ্রামের জামাল মুন্সীর ছেলে এবং খাসমহল বালুরচর উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র।

সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফরিদ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, বৃহস্পতিবার সকালে বন্ধুদের নিয়ে বিদ্যালয়ের পাশের একটি ভবনের ছাদে খেলতে গিয়ে বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে নিচে পরে যায়। পরে সহপাঠিরা তাকে প্রথমে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় বেলা সাড়ে ১২টার দিকে ঢাকায় তার মৃত্যু হয়।

স্কুলছাত্র আসিফ মুন্সীর মৃত্যুর সংবাদে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আলী আশরাফসহ সহকারি শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে শোকের ছায়া নেমে আসে।