Opu Hasnat

আজ ৪ জুন বৃহস্পতিবার ২০২০,

ফরিদপুরে ডেঙ্গুতে ২৪ ঘন্টায় আরো নতুন ভর্তি ৪৫ স্বাস্থ্যসেবাফরিদপুর

ফরিদপুরে ডেঙ্গুতে ২৪ ঘন্টায় আরো নতুন ভর্তি ৪৫

ফরিদপুরে ডেঙ্গুতে আক্রান্ত সনাক্ত রোগির সংখ্যা দুই হাজার অতিক্রম করেছে কয়েকদিন আগেই। গত ২০ জুলাই থেকে এ পর্যন্ত ফরিদপুরের হাসপাতাল গুলোতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছে ২১৮৭ জন। এরমধ্যে সুস্থ্য রোগির সংখ্যা ১৬২৬ জন। বর্তমানে ভর্তি রয়েছে ১৯৪ জন ডেঙ্গু রোগি।    

এদিকে গত ২৪ ঘন্টায় ৪৫ জন নতুন রোগি ভর্তি হয়েছে হাসপাতাল গুলোতে। এ পর্যন্ত সুস্থ্য হয়ে বাড়িতে ফিরে গেছেন ১৬২৬ জন ডেঙ্গু রোগি।  যেটাকে বড় সফলতা মনে করছেন চিকিৎসকরা। এদিকে আস্তে আস্তে কমে আসছে ডেঙ্গু রোগির সংখ্যা, তবে জেলার বাসিন্দাদের মধ্যে রয়ে গেছে শঙ্কা ও ভয়।  

ফরিদপুরের সিভিল সার্জন ডা. মোহাঃ এনামুল হক জানান, গত ২০ জুলাই থেকে এ পর্যন্ত ফরিদপুরে ডেঙ্গু আক্রান্ত মোট ২১৮৭ জন ভর্তি হয়েছিলেন। এরমধ্যে গত ২৪ ঘন্টায় নতুন ভর্তি হয়েছে ৪৫ জন ডেঙ্গু রোগি। বর্তমানে ভর্তি আছেন ১৯৪ জন। এছাড়া ১৬২৬ জন রোগি চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন, ৩৬০ জনকে ঢাকায় রের্ফাড করা হয়েছে। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সরকারী হিসেবে শিশুসহ এ পর্যন্ত ০৭ জন ডেঙ্গু রোগির মৃত্যু ঘটনা ঘটেছে।

এই বিভাগের অন্যান্য খবর