Opu Hasnat

আজ ১৮ সেপ্টেম্বর বুধবার ২০১৯,

ব্রেকিং নিউজ

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সুনামগঞ্জের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচী সুনামগঞ্জ

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সুনামগঞ্জের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচী

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সুনামগঞ্জ জেলার উদ্যেগে র‌্যালী ও বৃক্ষরোপন কর্মসূচী পালিত হয়েছে।  

সোমবার দুপুরে জেলা কমান্ড্যান্ট এর কার্যালয়ের সম্মুখ থেকে বিশাল র‌্যালীসহ শহরের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন শেষে জেলা কমান্ড্যান্টের কার্যালয়ের সম্মুখে বৃক্ষরোপনের মাধ্যমে কর্মসূচীর সুচনা করেন। পরে জেলা কমান্ড্যান্ট মোহাম্মদ আমিনুল হকের সভাপতিত্বে সার্কেল অ্যাডজুট্যান্ট সাজ্জাদ হোসেনের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলার সকল উপজেলার কর্মকর্তা ও সকল ইউনিয়নের দলনেতা দলনেত্রীরা উপস্থিত ছিলেন। 

এ সময় সভাপতির বক্তব্যে জেলা কমান্ড্যান্ট মোঃ আমিনুল হক বলেন, গাছ লাগান পরিবেশ বাচাঁন, পৃথিবীর ভারসাম্য রক্ষায় গাছ খুবই গুরুত্বপূর্ণ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের প্রতিটি মানুষকে দু’টি করে গাছ লাগানোর পরার্মশ দিয়েছেন।