বৃষ্টিও বাঁচাতে পারলো না বাংলাদেশকে খেলাধুলা / 
চট্টগ্রাম টেস্টের হার থেকে বৃষ্টিও বাঁচাতে পারলো না বাংলাদেশকে। ২২৪ রানের স্মরণীয় এক জয় পেয়েছে আফগানিস্তান।
বৃষ্টির বাধা ছিল। তবুও রশিদ খানের অসাধারণ বোলিংয়ে জয় তুলে নিয়েছে আফগানিস্তান। নিজেদের তৃতীয় টেস্টেই আফগানরা পেল দ্বিতীয় জয়। তাদের চেয়ে কম ম্যাচে দুই জয় পায়নি টেস্ট ইতিহাসের কোনো দলই। সমান তিন ম্যাচ লেগেছিল অস্ট্রেলিয়ার। আফগানরা তাই অস্ট্রেলিয়ার পাশে বসল।
ম্যাচ বাঁচাতে পারলেন না সৌম্য সরকার। দিনের সম্ভাব্য ৩.২ ওভার বাকি থাকতে শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হয়েছেন তিনি।
রশিদ খানের বল সামনের পায়ে ডিফেন্স করেছিলেন সৌম্য। ক্যাচ চলে যায় শর্ট লেগে ইব্রাহিম জাদরানের হাতে। ৫৯ বলে ১৫ রানে আউট হন বাঁহাতি ব্যাটসম্যান। জয়ের আনন্দে মাতে আফগানিস্তান।
দ্বিতীয় ইনিংসে ৬টিসহ ম্যাচে ১১ উইকেট নিয়েছেন রশিদ। প্রথম ইনিংসে ব্যাট হাতে করেছেন ফিফটি। ম্যাচসেরার পুরস্কারটা উঠেছে তার হাতেই। অধিনায়কত্বের অভিষেকটা এর চেয়ে ভালো আর হতে পারত না রশিদের!
সংক্ষিপ্ত স্কোর :
আফগানিস্তান ১ম ইনিংস ৩৪২ ও ২য় ইনিংস ২৬০
বাংলাদেশ ১ম ইনিংস ২০৫ ও দ্বিতীয় ইনিংস (লক্ষ্য ৩৯৮) ১৭৩
ফল: আফগানিস্তান ২২৪ রানে জয়ী।