Opu Hasnat

আজ ৪ জুন বৃহস্পতিবার ২০২০,

ফমেক হাসপাতালে ৪১ কোটি টাকার দুর্নীতির প্রতিবাদে সিপিবি’র পদযাত্রা ফরিদপুর

ফমেক হাসপাতালে ৪১ কোটি টাকার দুর্নীতির প্রতিবাদে সিপিবি’র পদযাত্রা

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের পর্দা কেলেঙ্কারির সাথে জড়িতদের বিচারের দাবিতে পদযাত্রা করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।

সোমবার বেলা ১১টার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে সিপিবির নেতা-কর্মীরা পদযাত্রা শুরু করে। পদযাত্রাটি পুরাতন বাসস্ট্যান্ড, আলিপুর মোড়, প্রেসক্লাব হয় জেলা প্রশাসকের কার্যালয়ে সামনে গিয়ে শেষ হয়। পরে পদযাত্রাটি শহরের জনতা ব্যাংক মোড় এলাকায় মানববন্ধন করে। এসময় সেখানে বক্তব্য রাখেন সিপিবির জেলা কমিটির সভাপতি লায়েকুজ্জামান, সাধারণ সম্পাদক অরুন কুমার বিশ্বাস, গার্মেন্টস শ্রমিক নেতা রুহুল আমিন, হাফিজুর রহমান প্রমুখ। 

বক্তারা ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের পর্দা কেলেঙ্কারির ৪১ কোটি টাকা দুর্নীতির সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবি জানান পদযাত্রা ও মানববন্ধন থেকে।