Opu Hasnat

আজ ২৫ জানুয়ারী শনিবার ২০২০,

টঙ্গীবাড়িতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু নারী ও শিশুমুন্সিগঞ্জ

টঙ্গীবাড়িতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার সিংহের নন্দন গ্রামে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে রাব্বি হালদার (১৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (৯ সেপ্টেম্বর) বেলা ১১ টার দিকে এ ঘটনা ঘটে। সে ওই গ্রামের হোসেন হালদারের ছেলে।

চাচা আল-আমিন হালদার জানান, নিহত রাব্বি হালদার নিজ বাড়ির সংলগ্ন মসজিদের পুকুরে একাই গোসল করতে যায়। তাকে খুঁজে পাওয়া না গেলে স্থানীয় লোকজন পুকুরের পানিতে খোঁজাখুঁজি শুরু করে বেলা সাড়ে ১২ টার দিকে তাকে উদ্ধার করে তাৎক্ষনিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত মেডিকেল অফিসার ডা: কাজী সোনিয়া তাকে মৃত ঘোষনা করেন। 

টঙ্গীবাড়ি থানার এসআই মফিজুল ইসলাম জানান, শিশু রাব্বি হালদারকে দীর্ঘ সময় নিখোঁজ থাকায় স্বজনরা সংশ্লিষ্ট থানায় অবগত করেন। পরে পুলিশ ও মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরীরা ঘটনাস্থলে পৌছানোর আগেই স্থানীয় লোকজন পুকুরের পানি থেকে রাব্বিকে উদ্ধার করা হয়।