Opu Hasnat

আজ ৭ আগস্ট শুক্রবার ২০২০,

মোংলা প্রেসক্লাব সভাপতির বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন বাগেরহাট

মোংলা প্রেসক্লাব সভাপতির বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন

বাগেরহাটের মোংলা প্রেস ক্লাব এইচ এম দুলালের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। রবিবার সকালে পৌর শহরের চৌধুরী মোড়ে অনুষ্ঠিত এ মানববন্ধনে সাংবাদিকসহ বিভিন্ন স্তরের মানুষ অংশ নেন। 

মানববন্ধন পরবর্তী প্রতিবাদ সমাবেশে সাংবাদিক নেতৃবৃন্ধসহ বিভিন্ন সংগঠনের নেতারা বক্তব্য দেন, প্রেসক্লাব সাধারণ সম্পাদক হাসান গাজী, সাবেক সভাপতি আহসান হাবিব হাসান, সাবেক সভাপতি এম এ মোতালেব, সাবেক সভাপতি এম এইচ ইকবাল, সহ-সাধারণ সম্পাদক মাহমুদ হাসান, সাবেক সহ-সভাপতি জসিম উদ্দিন, সাংবাদিক নুর আলম শেখ, মহসেনিয়া আলিম মাদ্রাসার প্রভাষক তানভির হোসেন, শ্রমিক নেতা কে এম বাবুল, জাহাঙ্গীর হোসেন, মো. এরশাদুল ইসলাম সেলিম।

বক্তারা বলেন, এইচ এম দুলালের বিরুদ্ধে দায়েরকৃত হয়রানী মূলক মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। দ্রুত সময়ের মধ্যে এ মামলা প্রত্যাহার না করলে, মোংলা বন্দরের কার্যক্রম বন্ধ করে দেওয়া হবে। 

মানববন্ধনে মোংলা প্রেস ক্লাব ও কর্মরত সকল সাংবাদিক, মোংলা বন্দর ওয়াচম্যান ওয়েলফেয়ার সংঘ, বন্দর শ্রমিক কর্মচারী, ক্রীড়া সংঘ, নারী বাদী সংগঠন, নৌযান সংগঠন, রিক্সা শ্রমিক ইউনিয়ন, কলেজের শিক্ষার্থীরাসহ বিভিন্ন শ্রেণী পেশার প্রায় দুই সহস্রাধিক লোজন অংশ নেন। 

উল্লেখ্য, মোংলা বন্দর জেটি থেকে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র পর্যন্ত ১৩ কিলোমিটার নৌপথ খনন কাজে তেল সরবরাহ প্রতিষ্ঠান মের্সাস নুরু এন্ড সন্স কোং এর সত্বাধিকারী ও প্রেস ক্লাব সভাপতি এইচ এম দুলাল সংশ্লিষ্ট স্থানীয় এজেন্ট সিগমা শিপিং লাইন্স এর মালিক রফিকুল ইসলামের কাছে তিন কোটি ৬৪ লাখ ৯৩ হাজার টাকা পাওনা হন। সেই পাওনা টাকা চাইতে গেলে রফিকুল ইসলাম বাবলু এইচ এম দুলালের বিরুদ্ধে ষড়যন্ত্র ও হয়রানীমূলক মিথ্যা মামলা দায়ের করে।  

এই বিভাগের অন্যান্য খবর