Opu Hasnat

আজ ২০ এপ্রিল শনিবার ২০২৪,

ছাতকে শিশুদের মধ্যে ডায়রিয়া ও হাম মারাত্মক আকার ধারন করেছে স্বাস্থ্যসেবাসুনামগঞ্জ

ছাতকে শিশুদের মধ্যে ডায়রিয়া ও হাম মারাত্মক আকার ধারন করেছে

সুনামগঞ্জের ছাতক উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে ডায়রিয়া ও হাম রোগে আক্রান্ত শিশু ভর্তির হার অত্যন্ত বেশি। রোববার হাসপাতালের বহি:বিভাগে চিকিৎসা নিতে আসা রোগীদের মধ্যে ১শ ৫০ জন রোগীই নানা রোগে আক্রান্ত শিশু। হাসপাতালে ভর্তি রেজিষ্ট্রারড অনুযায়ী চলতি মাসে ডায়রিয়া, নিউমুনিয়া, জ্বর, শ্বাসকষ্ট, সর্দি কাশি, কিছুনি ও হাম সহ নানা রোগে আক্রান্ত শিশু রোগী ভর্তি  হয়ে চিকিৎসা নিয়েছে প্রায় ৬২ জন।  

চিকিৎসকরে সাথে আলাপ করে জানা যায়, উপজেলার নোয়ারাই ইউনিয়নের বাশটিলা গ্রামে প্রায় ২শ জন হামের রোগী ধরা পরেছে। বাশটিলা গ্রামে একই পরিবারে হামের রোগী ধরা পড়েছে ৯জন। এছাড়া উপজেলার কালারুকা ইউনিয়ন সহ আরোও কয়েকটি গ্রামেও হামের রোগী ধরা পড়েছে। এসব হামের রোগীরা অল্প সংখ্যক ছাতক হাসপাতালে ভর্তি হলেও বেশির ভাগ রোগীরা চিকিৎসা নিচ্ছেন সিলেট উসমানি মেডিকেল কলেজ হাসপাতালে। ৫০শয্যার এ হাসপাতালে অধিক হারে শিশু রোগী ভর্তি হলেও শিশু রোগের কোন ডাক্তার নেই। হাসপাতালে মেডিকেল অফিসার (শিশু) ও জুনিয়র কনসালট্রেন্ট (শিশু) এ দুটি পদে দীর্ঘ দিন ধরে ডাক্তার না থাকায় পদ গুলো খালি পড়ে আছে এবং ডাক্তার ছাড়াই অন্য চিকিৎসকরা চিকিৎসা দিয়ে যাচ্ছেন। 

হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার মাসুম বিল­াহ জানান সামগ্রিক ভাবে ডাক্তার সল্পতার কারনে আমরা চিকিৎসা দিতে হিমসিম কাচ্ছি তাই ডাক্তার বাড়ানো অত্যন্ত জরুরী হয়ে পড়েছে। উপজেলা স্বাস্য ও পরিবার পরিকল্পনা কমকর্তা ডাক্তার রাজীব চক্রবর্তী জানান হামের রুগী খুব বেশি বেড়ে গেছে কারন অনেকেই সঠিক সময়ে হামের টিকা না দেয়ায় এ অবস্থা হয়েছে। তবে এসব এলাকায় চিকিৎসা দিতে গিয়ে কাউন্সিলিং করলে হামের রুগী অনেকটা কমে আসবে।      

এই বিভাগের অন্যান্য খবর