Opu Hasnat

আজ ২৩ জানুয়ারী বৃহস্পতিবার ২০২০,

ফরিদপুরে শুরু বঙ্গবন্ধু গোল্ডকাপ অনুর্ধ্ব-১৭ ফুটবল টুর্নামেন্ট খেলাধুলাফরিদপুর

ফরিদপুরে শুরু বঙ্গবন্ধু গোল্ডকাপ অনুর্ধ্ব-১৭ ফুটবল টুর্নামেন্ট

ফরিদপুরে শুরু হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ অনুর্ধ্ব-১৭ ফুটবল টুর্নামেন্ট। শুক্রবার বিকেলে স্থানীয় শেখ রাসেল মিনি স্টেডিয়ামে বেলুন ও পায়রা উড়িয়ে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক অতুল সরকার। 

উপজেলা নিবার্হী অফিসার মাসুম রেজার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রাজ্জাক মোল্যা, ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি ইমতিয়াজ হাসান রুবেল, গেরদা ইউপি চেয়ারম্যান জাহিদুর রহমান জাহিদ প্রমুখ। 

উপস্থিত ছিলেন সদর উপজেলা সহকারী কমিশনার(ভূমি) পারভেজ মল্লিক, ঈশানগোপালপুর ইউপি চেয়ারম্যান শহীদুল ইসলাম মজনু, ডিগ্রিচর ইউপি চেয়ারম্যান মিন্টু ফকির সহ অনেকে। 

উদ্বোধনী দিনে দুইটি খেলা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে নকআউট ভিক্তিক এ টুর্নামেন্টে ফরিদপুর সদর উপজেলার ১২ দল অংশ নেয়।