Opu Hasnat

আজ ২৮ জানুয়ারী মঙ্গলবার ২০২০,

ফরিদপুরে কমতে শুরু করেছে ডেঙ্গু রোগির সংখ্যা স্বাস্থ্যসেবাফরিদপুর

ফরিদপুরে কমতে শুরু করেছে ডেঙ্গু রোগির সংখ্যা

ফরিদপুরে ডেঙ্গুতে আক্রান্ত রোগির সংখ্যা দুই হাজার অতিক্রম করেছে। গত ২০ জুলাই থেকে এ পর্যন্ত ফরিদপুরের হাসপাতাল গুলোতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছে দুই হাজার ৪২ জন। এরমধ্যে সুস্থ্য রোগির সংখ্যা ১৫শ একজন। বর্তমানে জেলার হাসপাতাল গুলোতে দু’শর নিচে নেমে এসে ভর্তি ডেঙ্গুর সংখ্যা। যা এতো দিন থাকতো কম বেশী তিন’শর উপরে। আস্তে আস্তে কমে আসছে ডেঙ্গু রোগির সংখ্যা, তবে জেলার বাসিন্দাদের মধ্যে রয়ে গেছে শঙ্কা ও ভয়। কমতে শুরু করলেও সামনের দিন গুলোতে আরো বেশী সচেনতার উপর গুরুত্ব দিতে বলেছেন এক্ষেত্রে বিশেষজ্ঞরা।   

এদিকে গত ২৪ ঘন্টায় ৩২ জন নতুন রোগি ভর্তি হয়েছে হাসপাতাল গুলোতে। গত বুধবার ভর্তি হয়েছিলো ৩৯ জন রোগি। বর্তমানে জেলার হাসপাতাল গুলোতে ১৯৮ জন ডেঙ্গু রোগি ভর্তি রয়েছে। তবে জেলায় এ পর্যন্ত সুস্থ্য হয়ে বাড়িতে ফিরে গেছেন ১৫০১ জন ডেঙ্গু রোগি। যেটাকে বড় সফলতা মনে করছেন চিকিৎসকরা। 

এরমধ্যে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে সবচেয়ে বেশী সংখ্যক রোগি। এখানে ২০ জুলাই থেকে ৩১ জুলাই পর্যন্ত ভর্তি হয় ৮৮ জন রোগি। এরপর ০১ আগষ্ট থেকে ০৪ আগষ্ট পর্যন্ত ভর্তি হয় ১১৯২ জন রোগি। এখান থেকে সুস্থ্য হয়ে বাড়িতে ফিরে গেছে ৯৯৭ জন রোগি। এটা একটা বড় সফলতা হাসপাতালটির। তারপরেও এখানে গত দেড় মাসে শিশুসহ এ পর্যন্ত ০৭ জন ডেঙ্গু রোগির মৃত্যু ঘটনা ঘটেছে। বর্তমানে হাসপাতালটিতে ১৫৩ জন রোগি চিকিৎসা নিচ্ছে। ৩৫ জনকে ঢাকা রের্ফাড করা হয় উন্নত চিকিৎসার জন্য বলে জানান হাসপাতালটির পরিচালক ডাঃ কামদা প্রসাদ সাহা।

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাঃ কামদা প্রসাদ সাহা বলেন, ফরিদপুরের মেডিকেল কলেজ হাসপাতালটি ৫০০ বেডের একটি হাসপাতাল। এখানে ফরিদপুর জেলা ছাড়াও পাশ্ববর্তী জেলা রাজবাড়ী, মাগুরা, ঝিনাইদহ, মাদারীপুর, শরীয়তপুর, নড়াইল ও গোপালগঞ্জ থেকে ডেঙ্গু রোগি ভর্তি হয়েছে। জেলার ৯টি উপজেলা ও ৭টি জেলা থেকে ডেঙ্গু রোগি আসাতে এখানে ডেঙ্গু রোগির সংখ্যা দেশের অন্য যেকোন বড় হাসপাতাল থেকে সব সময় বেশি ছিলো। আর আমরা চেষ্টা করে যাচ্ছি সব সময় ভালো কিছু করার। এখানে ডেঙ্গু রোগিদের জন্য আলদা ওর্য়াড করা হয়েছে। এছাড়া রোগিদের সব ধরনের ঔষধ সরবরাহ করা হচ্ছে প্রথম থেকেই বিনা পয়সায়।     

ফরিদপুরের সিভিল সার্জন ডা. মোহাঃ এনামুল হক জানান, গত ২০ জুলাই থেকে এ পর্যন্ত ফরিদপুরে ডেঙ্গু আক্রান্ত মোট ২০৪২ জন ভর্তি হয়েছিলেন। এরমধ্যে গত ২৪ ঘন্টায় নতুন ভর্তি হয়েছে ৩২ জন ডেঙ্গু রোগি। বর্তমানে ভর্তি আছেন ১৯৮ জন। এছাড়া ১৫০১ জন রোগি চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন, ৩৩৬ জনকে ঢাকায় রের্ফাড করা হয়েছে। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সরকারী হিসেবে শিশুসহ এ পর্যন্ত ০৭ জন ডেঙ্গু রোগির মৃত্যু ঘটনা ঘটেছে।