বাহ্মণবাড়িয়ায় অপহৃত সৌদি প্রৃবাসি উদ্ধার, আটক ৩ ব্রাহ্মনবাড়িয়া / 
ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর উপজেলার কোড্ডা গ্রাম থেকে অপহৃত সৌদি আরব প্রবাসী জালাল মিয়াকে (৫০) উদ্ধার করেছে পুলিশ। এ সময় সোহেল (৩২), রুবেল (৩০) ও ওয়াসিম (৩২) নামে তিন অপহরণকারীকে আটক করা হয়।
বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
তিন অপহরণকারীর বাড়ি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বরিশল গ্রামে।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) ইসমত আরা এ্যানি বিষয়টি নিশ্চিত করে জানান, আটক ৩ অপহরণকারী গত মঙ্গলবার রাতে একই গ্রামের সৌদি প্রবাসী জালাল মিয়ার বাড়িতে গিয়ে ২ লাখ টাকা চাঁদা দাবি করে। টাকা না দেওয়ায় জালালকে মেরে ফেলার হুমকি দেন তারা।
পরে বুধবার সকালে আখাউড়া পৌর এলাকার বড় বাজারের নৌকা ঘাট থেকে জোর করে মোটরসাইকেলে করে জালালকে নিয়ে যান এই তিন তরুণ। পরে জালালকে আটকে রেখে মুক্তিপণ দাবি করে তারা।