Opu Hasnat

আজ ১৯ এপ্রিল শুক্রবার ২০২৪,

দুর্গাপুরে ব্যস্ত সময় পার করছেন প্রতিমা কারিগররা নেত্রকোনা

দুর্গাপুরে ব্যস্ত সময় পার করছেন প্রতিমা কারিগররা

কয়েক দিন পর হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা। মহাষষ্ঠীতে দেবী বোধনের মধ্য দিয়ে আগামী ৫ অক্টোবর শুরু হবে পূজার আনুষ্ঠানিকতা।

এ নিয়ে বুধবার উপজেলা পূজা উদযাপন পরিষদের আহবায়ক এডভোকেট মানেশ চন্দ্র সাহা বলেন, পূজামন্ডপ গুলোতে সমস্যা আছে কি না, সে বিষয়ে খোঁজ নেয়া শুরু হয়েছে। এবার উপজেলায় প্রায় ৫৯টি পূজা মন্ডপে দুর্গোপুজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে দুর্গাপুর পৌরসভাতেই ২৬টি পুজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। 

এ বছর মা দুর্গা ঘোড়ায় চড়ে পৃথিবীতে আসবেন। পূজাকে সামনে রেখে উপজেলার বিভিন্ন এলাকায় প্রতিমা তৈরির কারিগররা ব্যস্ত সময় পার করছেন। কেউ প্রতিমার গাঁয়ে মাটির আঁচড় দিচ্ছেন কেউবা রং-তুলির আঁচড়ে প্রতিমাকে ফুটিয়ে তুলছেন। কারিগরদের তুলির ছোঁয়ায় পূর্ণাঙ্গ রূপ পাচ্ছে প্রতিমা। পুরোদমে চলছে হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজার প্রস্ততি।

এ নিয়ে প্রতিমা তৈরীর প্রধান কারিগর নিরঞ্জন চন্দ্র পাল জানান, পুরো উপজেলার অধিকাংশ প্রতিমা তৈরীর কাজ তিনিই করেন। প্রতি মন্ডপের প্রতিমা তৈরী বাবদ ২০ থেকে ২২ হাজার টাকা মুল্য গ্রহন করেন।