Opu Hasnat

আজ ১৯ মার্চ মঙ্গলবার ২০২৪,

ঢাকা বিভাগে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান সরকারি শেখ হাসিনা একাডেমী এন্ড উইমেন্স কলেজ মাদারীপুর

ঢাকা বিভাগে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান সরকারি শেখ হাসিনা একাডেমী এন্ড উইমেন্স কলেজ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৯ ও সৃজনশীল মেধা অন্বেষন প্রতিযোগীতায় শ্রেষ্ঠত্ব অর্জনকারী বিজয়ীদের হাতে পুরস্কার  দেয়া হয়েছে। এতে মাদারীপুর জেলা, কালকিনি উপজেলা ও ঢাকা বিভাগে শ্রেষ্ঠ  প্রতিষ্ঠান হিসেবে পুরস্কার পেয়েছেন সাবেক যোগাযোগ মন্ত্রী সৈয়দ আবুল হোসেন প্রতিষ্ঠিত মাদারীপুরের কালকিনি উপজেলার ডাসারের সরকারি শেখ হাসিনা একাডেমী এন্ড উইমেন্স কলেজ। 

বুধবার দুপুরে এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। একই সঙ্গে কলেজ থেকে কলেজ পর্যায়ে জেলার  শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন মোঃ শহিদুল ইসলাম এবং শ্রেষ্ঠ রেইঞ্চার শিক্ষক নির্বাচিত হয়েছেন মারজিয়াহ আক্তার। মাদারীপুর জেলা শিল্পকলা একাডেমি কার্যালয়ে সৃজনশীল মেধা অন্বেষন প্রতিযোগীতার পুরস্কার বিতরনী অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ জাকিয়া সুলতানার হাতে শ্রেষ্ঠত্বের ক্রেষ্ট তুলে দেয়া হয়। এতে মাদারীপুর জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সুবল চন্দ্র দাসের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি ছিলেন মাদারীপুর জেলা প্রশাসক মোঃ ওয়াহিদুল ইসলাম।