Opu Hasnat

আজ ২৬ ফেব্রুয়ারী বুধবার ২০২০,

সৈয়দপুরে মাসব্যাপী বিনামূল্যে চক্ষুসেবা কর্মসূচির উদ্বোধন স্বাস্থ্যসেবানীলফামারী

সৈয়দপুরে মাসব্যাপী বিনামূল্যে চক্ষুসেবা কর্মসূচির উদ্বোধন

নীলফামারীর সৈয়দপুর থেকে সৈয়দা রুখসানা জামান শানু : নীলফামারীর সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নে মাসব্যাপী বিনামূল্যে চক্ষুসেবা কর্মসূচি শুরু হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা মানবিক সাহায্য সংস্থার (এমএসএস) আই কেয়ার প্রজেক্ট  এবং সফিউদ্দিন আহমেদ ফাউন্ডেশন (সেফ) হাসপাতাল যৌথভাবে ওই কর্মসূচির আয়োজন করেছে। বুধবার দুপুরে (৪ সেপ্টেম্বর) কর্মসূচি উদ্বোধন করেন সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা  (ইউএনও) এস এম গোলাম কিবরিয়া।

বেসরকারি উন্নয়ন সংস্থা মানবিক সাহায্য সংস্থার (এমএসএস) সহকারি পরিচালক আক্তারী আসফ (স্বপন রেজা) এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠান বক্তব্য দেন কামারপুকুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. রেজাউল করিম লোকমান, জোনাল অফিসার অনিমেষ আচার্য্য।

অনুষ্ঠানে বেসরকারি উন্নয়ন সংগঠন মানবিক সাহায্য সংস্থার (এমএসএস) এরিয়া ম্যানেজার মো. মনসুর রহমান, সমৃদ্ধি কর্মসূচির কর্মসূচি সমন্বয়কারী মো. রিয়াজুল ইসলাম, ইডিও মো. মোরশেদুল হক মোর্শেদসহ সংস্থার  অন্যান্য কর্মকর্তা ও কর্মী, কামারপুকুর ইউনিয়ন পরিষদে সদস্য-সদস্যসহ চিকিৎসাসেবা নিতে আসা ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের নারী- পুরুষগণ উপস্থিত ছিলেন। এরপর মানবিক সাহায্য সংস্থার আই কেয়ার প্রজেক্ট ঠাকুরগাঁওস্থ সেফ হাসপাতাল ও এপিলিয়ন গ্রুপের সহায়তায় পরিচালিত “নয়নতরী” ভ্রাম্যমান চক্ষু ক্লিনিকে চক্ষুরোগীদের বিনামূল্যে চক্ষুসেবা প্রদান করা হয়। এতে চক্ষু সেবা দেন সেফ হাসপাতালের চিকিৎসক ডা. মো. আজিজুল ইসলাম (রাজু)।এ কর্মসূচির আওতায় পর্যায়ক্রমে উক্ত ইউনিয়নের নয়টি ওয়ার্ডের সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে বিনামূল্যে চোখ পরীক্ষা, চোখের ছানি সনাক্তকরণ ও ছানি অপারেশনের ব্যবস্থা রয়েছে।